নিজস্ব প্রতিবেদন, বাঁকুড়া: বৃষ্টিকে উপেক্ষা করে ইন্দাসে নির্বাচনী সভা করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের কারণে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলার পাশাপাশি বাঁকুড়া জেলাতেও শুরু হয়েছে বৃষ্টি। গতকাল থেকেই কখনও মাঝারি আবার কখনও হালকা বৃষ্টিপাত শুরু হয়েছে। প্রাকৃতিক এই বিপর্যয়ের মাঝেও নির্বাচনী ময়দানে বিরোধীদের এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ শাসক দল তৃণমূল কংগ্রেস। সোমবার ইন্দাস ব্লকের বামুনিয়া এলাকায় বাঁকুড়া জেলা পরিষদের ৫০ নম্বর আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কন্যাকুমারী দে-র সমর্থনে একটি নির্বাচনী সভা করলেন রাজ্যের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু। এছাড়াও উপস্থিত ছিলেন ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ হামিদ সহ অন্যান্য গুরুত্বপূর্ণ তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা।
মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে ব্রাত্য বসু রাজ্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের দিকগুলি তুলে ধরেন এবং আসন্ন পঞ্চায়েত নির্বাচনে সাধারণ মানুষদের তৃণমূল কংগ্রেসের পাশে থাকার আহ্বান জানান। বৃষ্টিকে উপেক্ষা করে এদিনের সভাতে দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো ।