সায়গলকে হেপাজতে নেওয়ার ইডির আবেদন গ্রহণ হল না

আসানসোল: সায়গলকে হেপাজতে চেয়ে আসানসোল সিবিআই আদালতের দ্বারস্থ হল ইডি। মঙ্গলবার ইডির দুই আইনজীবী সাক্ষাৎ করেন আসানসোল বিশেষ সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তীর সঙ্গে। কিন্তু ইডির আবেদন গ্রহণই করেনি আদালত বলে সূত্রের খবর। জানা গিয়েছে, ইডির ওই আইনজীবীদের সিবিআই বিচারক পদ্ধতি মেনে নির্দিষ্ট আদালতে যাওয়ার পরামর্শ দেন।
উল্লেখ্য, সায়গল হোসেনকে নিজেদের হেপাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য দিল্লি সিটি রাওতার আদালতে আবেদন করেছিল ইডি। সেই আবেদনও খারিজ হয়ে গিয়েছিল। যে রাজ্যের মামলা সেখানেই আবেদন করতে বলা হয়েছিল। আদালত সূত্রে জানা গিয়েছে, যেহেতু সায়গলকে হেপাজতে নিয়ে জিজ্ঞেসাবাদের আবেদন খারিজ হয়ে গিয়েছে দিল্লি আদালতে তাই ওই মামলাকে চ্যালেঞ্জ করে আরও উচ্চতর আদালতে যেতে হবে ইডিকে। আদালতের সেই রায় ইডির পক্ষে গেলে তারপর পদ্ধতি মেনে ইডির নিজস্ব আদালত অর্থাৎ ব্যাংকশাল আদালতে যেতে হবে। আসানসোল বিশেষ সিবিআই আদালতের বিষয়ভুক্ত নয় বলেই সাইগল হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য ইডির আবেদন গ্রহণ হয়নি বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 − five =