অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যাওয়ার ব্যাপারে এবার আদালতের দ্বারস্থ হতে চলেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। অন্ত এমনটাই খবর ইডি সূত্রে। কারণ, অনুব্রতকে দিল্লি নিয়ে আযওযার ক্ষেত্রে রাজ্য পুলিশ গা ছাড়া মনোভাব দেখাচ্ছে। এদিকে ইডির তরফ থেকেও কেন্দ্রীয় বাহিনী নয়, অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়ার দায়িত্ব রাজ্য পুলিশের উপরই ঠেলে দিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। শনিবারের পর থেকেই অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়ার ব্যাপারে তোড়জোড় শুরু করে ইডি। তবে বাধা আসে আসানসোল- দুর্গাপুর কমিশনারেটের তরফ থেকে। কারণ, জানিয়ে দেওযা হয়, অনুব্রতকে দিল্লি পাঠানোর দায়িত্ব নিতে নারাজ রাজ্য পুলিশ। ফলে বেকায়দায় আসানসোল জেল কর্তৃপক্ষ। যা নিয়ে নতুন করে চাপানউতোর শুরু হয়।
এদিকে ইডি সূত্রে খবর, যে তাদের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, অনুব্রতকে দিল্লি নিয়ে আসার দায়িত্ব আমাদের নয়। যেভাবে সায়গল হোসেনকে দিল্লি নিয়ে আসা হয়েছিল, সেভাবেই অনুব্রতকেও দিল্লি আনতে হবে। কেন্দ্রীয় বাহিনী নিয়ে অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়ার যে প্রস্তাব জেল কর্তৃপক্ষ মারফত দুর্গাপুর-আসানসোল পুলিশ কমিশনারের তরফে ইডি-কে দেওয়া হয়েছিল, সেই প্রস্তাব রবিবার ফিরিয়ে দেয় কেন্দ্রীয় তদন্তকারী এই সংস্থা। ফলে এখন অনুব্রতর দিল্লি-যাত্রা নিয়ে নতুন করে সমস্যা দেখা দিয়েছে। বেকায়দায় পড়েছে আসানসোল জেল কর্তৃপক্ষ। সূত্রের খবর, ইতিমধ্যে পুরো বিষয়টি জানিয়ে আইজি কারা দফতরকে চিঠি দিয়েছে আসানসোল জেল কর্তৃপক্ষ। সোমবার পুরো বিষয়টা জানিয়ে আসানসোল সিবিআই আদালতের দ্বারস্থ হবে জেল কর্তৃপক্ষ। এদিকে, রাজ্য পুলিশের দায়িত্বে অনুব্রতকে দিল্লি পাঠানোর ব্যবস্থার আবেদন জানিয়ে ইডি-ও সোমবার আসানসোল আদালতে যাবে।
প্রসঙ্গত, অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যাওয়ার ব্যাপারে রাউজ অ্যাভিনিউ কোর্টের পর শনিবার ইডি-কে সবুজ সংকেত দিয়েছে কলকাতা হাই কোর্ট। কিন্তু, তারপরেও নিরাপত্তা দেওয়ার দায়িত্ব নিয়ে ইডি-পুলিশের টানাপোড়েনে অনুব্রতর এখনও দিল্লি যাওয়া হয়ে ওঠেনি। এর আগে গত ডিসেম্বরে যখন অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়ার প্রসঙ্গ উঠেছিল, তখন ইডি-র গোয়েন্দারা আসানসোল সংশোধনাগারে গিয়ে অনুব্রতকে জেল থেকে নিজেদের হেফাজতে নিয়ে দিল্লি যাত্রার তোড়জোড় শুরু করেছিলেন। সেই সময় শিবঠাকুর মণ্ডল অনুব্রতর বিরুদ্ধে মামলা দায়ের করায় তাঁকে আর দিল্লি নিয়ে যাওয়া সম্ভব হয়নি। এবার সেরকম কোনও পরিস্থিতি তৈরি না হলেও কার দায়িত্বে অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়া হবে, তা নিয়ে তৈরি হয়েছে চাপান উতোর।