মুম্বই : অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রাকে ইডির তলব। সোমবার সকাল ১১টার সময় ইডি অফিসে হাজিরা দিতে বলা হয়েছে নায়িকার স্বামীকে। পর্নোগ্রাফি মামলায়ই রাজকে তলব করেছে ইডি, এমনটাই জানা যাচ্ছে তদন্তকারী সংস্থা সূত্রে।
আগেই পর্নোগ্রাফি কাণ্ডে নাম জড়িয়েছিল শিল্পা শেট্টির স্বামীর। এর আগে রাজ কুন্দ্রা গ্রেফতারও হন। অভিযোগ, একটি অ্যাপে অশ্লীল ভিডিয়ো তৈরি ও বিক্রি করা হত। এই অ্যাপেরই মাথা ছিলেন রাজ কুন্দ্রা।
ইডি সূত্রে খবর, পর্নোগ্রাফি মামলায় ২৯ নভেম্বর রাজ কুন্দ্রার মুম্বইয়ের বাড়িতে অভিযান চালানো হয়। যদিও ইডি এই অভিযানের বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানায়নি। এই পরিস্থিতিতে সোমবার রাজ কুন্দ্রাকে জেরা করতে চলেছে ইডি।