ইডির তলব, ছেলে কোলে সিজিও কমপ্লেক্সে অভিষেক পত্নী রুজিরা

কলকাতা: কয়লা কাণ্ডে ইডির প্রশ্নের উত্তর দিতে ছেলেকে কোলে নিয়ে কলকাতার সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন অভিষেক পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায় (Rujira Banerjee)। বৃহস্পতিবার সকালে ১১টা নাগাদ ইডির দপ্তরে ঢোকেন তিনি। সঙ্গে ছিলেন তাঁর আইনজীবী। কয়লাপাচার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে তাঁকে।

কয়লাপাচার-কাণ্ডে এর আগে একাধিক বার অভিষেক ও রুজিরাকে দিল্লিতে ডেকে পাঠিয়েছিল ইডি। অভিষেক দু’বার হাজিরাও দিয়েছিলেন ইডি দপ্তরে গিয়ে। কিন্তু রুজিরা যাননি। তিনি জানিয়েছিলেন, তাঁর দু’বছরের ছেলেকে কলকাতায় রেখে দিল্লি যাওয়া সম্ভব নয়। কিন্তু গোড়ায় এ ব্যাপারে নাছোড়বান্দা ছিল ইডি।

এ নিয়ে দিল্লি হাইকোর্টের পর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক ও রুজিরা।সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, দিল্লিতে নয়, কলকাতায় জেরা করতে হবে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ও তাঁর স্ত্রীকে। সেই নির্দেশ মেনে বুধবারই চিঠি পাঠিয়েছিল ইডি। নিরাপত্তা নিয়ে কলকাতা পুলিশকেও পাঠিয়েছিল চিঠি। এদিন সকাল থেকেই সিজিও কমপ্লেক্স চত্বরে নিরাপত্তা ছিল আঁটসাঁটো। পরিচয়পত্র ছাড়া কোনও কেন্দ্রীয় সরকারি কর্মচারীকে সিজিও কমপ্লেক্সের অন্যান্য অফিসেও ঢুকতে দেওয়া হয়নি। সূত্রের খবর, রুজিরাকে জেরা করতে দিল্লি থেকে বিশেষ তদন্তকারী অফিসাররা কলকাতায় এসেছেন এদিন সকালে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten + 15 =