কয়লা পাচার মামলায় এবার ইডি-র সদর দপ্তরে হাজিরা দিতে হবে মলয় ঘটককে

কয়লা পাচার মামলায় আইন মন্ত্রী মলয় ঘটককে দিল্লিতে তলব ইডি-র। সূত্রের খবর, আগামী ১৯ জুন দিল্লির ইডি সদর দপ্তরে তলব করা হয়েছে তাঁকে। আইনমন্ত্রীকে স্বশরীরে হাজিরা দিতে বলা হয়েছে। এর আগে দিল্লি হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, মলয় ঘটককে সময় দিয়ে ডাকতে হবে। সেক্ষেত্রে ১৫ দিনের সময় দেওয়ার কথা জানায় দিল্লি হাইকোর্ট। দিল্লিতে গিয়ে ইডি-র মুখোমুখি হতে হবে মলয় ঘটককে।
এদিকে দেশজুড়ে যখন করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনা নিয়ে আলোড়ন পড়ে গিয়েছে তখন এই পর পর তলব ব্যর্থতা থেকে নজর ঘোরাতেই বলে মনে করছেন তৃণমূল কংগ্রেস নেতারা। এই কয়লা পাচার মামলা দীর্ঘদিন ধরেই চলছে। এর আগে কয়লা পাচার মামলার তদন্তে সিবিআই বিরাট অভিযান চালিয়েছিল। তাঁরা রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটকের আসানসোলের বাড়ি এবং পৈতৃক বাড়িতে হানা দিয়েছিলেন। কিন্তু সেই অভিযানে খালি হাতেই ফিরতে হয় তদন্তকারীদের। তারপরও নানা সময় তলব করা হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফ থেকে। যাতে সাড়া দেননি মলয় ঘটক।
প্রসঙ্গত, কয়লা পাচার মামলায় মলয় ঘটককে ন’বার সমন পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এখানেই ইডির অভিযোগ, বারবার হাজিরা এড়িয়েছেন তিনি। এমনকী, রক্ষাকবচের দাবিতে আদালতের দ্বারস্থও হয়েছিলেন। প্রাথমিকভাবে রক্ষাকবচ পেলেও পরে তাঁকে তদন্তে সহযোগিতার নির্দেশ দেয় দিল্লি হাইকোর্ট। তবে আদালতের নির্দেশ ছিল, মলয়কে তলব করতে হলে, তাঁর সব কর্মসূচির কথা বিচার-বিবেচনা করে অন্তত ১৫ দিন আগে সমন পাঠাতে হবে। আর সমন পেলে মলয়কেও তদন্তে সহযোগিতা করতে হবে। সেই নির্দেশ মেনে ইডি ইমেল করে দু’বার সময় চেয়েছিল। তাতেও জবাব দেননি মন্ত্রী। অবশেষে তৃতীয় ইমেলের জবাব দেন। সেই অনুযায়ী ১৯ জুন তাঁকে নয়াদিল্লিতে তলব করল ইডি। এদিকে ইডি’‌র পক্ষ থেকে দু’টি ই–মেল পাঠানোর পর মলয় ঘটক তাঁদের জানান, ১৯ জুন থেকে যে সপ্তাহটি শুরু হচ্ছে সেই সপ্তাহে তাঁর হাজিরা দিতে কোনও অসুবিধা নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven + 15 =