অনুব্রত কন্যা সুকন্যাকে দিল্লিতে ফের তলব ইডি-র

গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডল কন্যা সুকন্যা মণ্ডলকে ফের দিল্লিতে তলব এনফোর্সমেন্ট ডিরেক্টেরেটের। কেন্দ্রীয় তদন্তকারী এই সংস্থা সূত্রে খবর, আগামী সপ্তাহে সুকন্যাকে দিল্লির ইডি সদর দপ্তরে তাঁকে হাজিরা দেওয়ার জন্য নোটিস পাঠানো হয়েছে। প্রসঙ্গত, এর আগে অনুব্রত যখন দিল্লিতে ইডি হেপাজতে ছিলেন তখনও সুকন্যাকে ডাকা হয়েছিল। কিন্তু তিনি নানা কারণ দেখিয়ে সেই তলব এড়িয়ে যান। গত সপ্তাহে ফের তাঁকে তলব করা হয়। দ্বিতীয়বারও হাজিরা এড়ান অনুব্রত-কন্যা।
এদিকে ইডি সূত্রে খবর, অনুব্রত মণ্ডলের চার্টার্ড অ্যাকাউন্টট্য়ান্ট মণীশ জৈনকে জিজ্ঞাসাবাদ করে আরও কয়েকটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সন্ধান মিলেছে। পাশাপাশি নতুন করে কিছু স্থাবর সম্পত্তিরও হদিশ পেয়েছেন ইডির আধিকারিকেরা। আর এই সব সম্পত্তিতে রয়েছে অনুব্রত কন্য়া সুকন্যার নাম। সম্ভবত এই সব কারণেই অনুব্রত কন্যাকে জিজ্ঞাসাবাদ করতে ইডি-র তরফ থেকে তলব করা হয়েছে দিল্লিতে।
এদিকে সিউড়ি থানার আইসি মহম্মদ আলিকে ইডি তাদের দপ্তরে ডেকে জিজ্ঞাসাবাদ চালায়। এরপর ইডি-র তরফ থেকে সিউড়ি থানার আইসি-কে নির্দেশ দেওয়া হয়, তিনি এখন যাতে দিল্লির বাইরে না যান। কারণ, আবার তাঁকে যে কোনও সময় তলব করা হতে পারে। অন্যদিকে ইডি সূত্রে এও জানা গিয়েছে, মণীশ জৈন বলেছেন তাঁকে যা বলা হতো তিনি তাই করতেন। অনুব্রতর প্রতাপের সামনে অন্য কিছু করা তাঁর পক্ষে সম্ভব ছিল না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − 10 =