হায়দরাবাদ : দক্ষিণী অভিনেতা মহেশ বাবুকে সমন পাঠালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। আগামী ২৮ এপ্রিল, সোমবার মহেশ বাবুকে ইডি-র দফতরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। সুরানা গ্রুপ ও সাই সূর্য ডেভেলপারদের সঙ্গে জড়িত একটি জালিয়াতির মামলায় অভিনেতা মহেশ বাবুকে আগামী ২৮ এপ্রিল হাজিরা দিতে নির্দেশ দিয়েছে ইডি।
এই মামলাটি ৩.৪ কোটি টাকারও বেশি জালিয়াতির সঙ্গে সম্পর্কিত, যেখানে মহেশ বাবু রিয়েল এস্টেট কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন। সুরানা গ্রুপের বিজ্ঞাপনে অভিনয়ের জন্য অভিনেতা মহেশ বাবু ৫.৫ কোটি টাকারও বেশি অর্থ পেয়েছিলেন।

