শান্তিনিকেতন : মেডিক্যাল কলেজে এনআরআই কোটাতে নিয়োগ দুর্নীতির তদন্তে শহর থেকে জেলায় তল্লাশি চালাচ্ছে ইডি।মঙ্গলবার সকালেই বীরভূমের শান্তিনিকেতন মেডিক্যাল কলেজেও হানা দিয়েছে ইডি। এই ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে বোলপুর শহরে।
প্রচুর কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে ইডি-র আধিকারিকরা বোলপুরের মুলুক এলাকায় শান্তিনিকেতন মেডিক্যাল কলেজের ক্যাম্পাসে পৌঁছন। সেখানেই এনআরআই কোটাতে নিয়োগ দুর্নীতির তদন্তে তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
তবে এই মেডিক্যাল কলেজে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হানা এই প্রথম নয়। এর আগেও গরু পাচার মামলায় একাধিকবার সংশ্লিষ্ট কলেজে হানা দেওয়ার পাশাপাশি কর্ণধার মলয় পিটকেও দফায় দফায় জিজ্ঞাসাবাদ করেছে ইডি।