কলকাতা : লটারি কেলেঙ্কারির ঘটনায় এবার কলকাতায় অভিযান চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সুপ্রিম কোর্টের নির্দেশে প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৪ সালের নির্বাচনী বন্ডে সব থেকে বেশি চাঁদা দিয়েছে “ফিউচার গেমিং” নামে একটি সংস্থা। এই সংস্থার মালিক কেরলের কোচির বাসিন্দা, লটারি ব্যবসায়ী সান্তিয়াগো মার্টিন।
বৃহস্পতিবার থেকেই ইডি মার্টিন ও তার ঘনিষ্ঠদের প্রায় ২০টি ঠিকানায় অভিযান চালায়। অভিযোগ, তারা প্রভাবশালীদের টাকা পাইয়ে দেওয়ার জন্য লটারির টিকিট বিক্রির মাধ্যমে ব্যাপক আর্থিক দুর্নীতি করেছে। ৬০ হাজার কোটি টাকার এই দুর্নীতিতে লটারির নির্দিষ্ট টিকিট নম্বরের পরিবর্তে অন্য সিরিয়াল নম্বরের টিকিট ব্যবহার করা হয় বলে অভিযোগ উঠেছে।
চলতি মাসের ২ তারিখ থেকে দক্ষিণ ভারতের একাধিক স্থানে অভিযান চালানোর পর সেখান থেকে সংগৃহীত নথির ভিত্তিতে ইডি কলকাতায় আসে। গতকাল সল্টলেকের মহিষবাথান, উত্তর ২৪ পরগনার মাইকেল নগর এবং দক্ষিণ কলকাতার লেক মার্কেট সংলগ্ন কবি ভারতী সরণি এলাকায় তল্লাশি চালানো হয়। আজ দ্বিতীয় দিনে লেক মার্কেট ও শহরের বিভিন্ন ঠিকানায় এই অভিযান অব্যাহত রয়েছে। দিল্লি থেকে ইডির একটি বিশেষ দল এই তদন্ত পরিচালনা করছে। এ অভিযানে বিপুল পরিমাণ নথি ও প্রমাণ সংগ্রহ করা হয়েছে বলে জানা গেছে।