কলকাতা : কেবল মন্ত্রী সুজিত বসুর অফিসে নয়, প্রভাবশালী অনেকের ঠিকানাতেই শুক্রবার অভিযান শুরু করেছেন ইডি আধিকারিকরা।
সূত্রের খবর, দক্ষিণ দমদমের ভাইস চেয়ারম্যানের অফিসেও চলছে তল্লাশি। এই মামলায় কলকাতা-সহ রাজ্যের সাত জায়গাতে হানা দিয়েছেন তদন্তকারীরা। এর মধ্যে নাগেরবাজার, কাঁকুড়গাছিও রয়েছে।
১২০০ কোটি টাকার ব্যাঙ্ক ঋণ খেলাপি মামলায় সক্রিয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সংশ্লিষ্ট মামলায় একটি গয়নার সংস্থার ম্যানেজার, কর্মী-সহ হিসাবরক্ষক (চার্টার্ড অ্যাকাউন্টেন্ট)-এর বাড়িতে চলছে ইডি-র হানা। গিরিশ পার্ক থানার অন্তর্গত একটি বাড়িতে গিয়েছেন তদন্তকারীরা।
একইসঙ্গে শরৎ বসু রোডে এবং নিউ আলিপুরের একটি বাড়িতে ইডি-র দল রয়েছে। এই মামলায় তদন্তকারীদের নজরে কলকাতা হাইকোর্টের এক আইনজীবীও। জানা গিয়েছে, এ দিন সকালে তাঁর বাড়িতেও গিয়েছেন ইডি-র আধিকারিকরা।

