কলকাতা : ভুয়ো সংস্থা খুলে প্রায় ১২০০ কোটি টাকা ব্যাঙ্ক জালিয়াতির মামলায় কলকাতার একাধিক স্বর্ণ বিপণির মালিক ও কর্মচারীদের বাড়িতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে শুক্রবার সকাল থেকে তল্লাশি অভিযান শুরু করল ইডি। উত্তর ও মধ্য কলকাতার আটটি জায়গায় এই তল্লাশি চলছে।
ইডি সূত্রের দাবি, বেশ কয়েকটি ভুয়ো সংস্থার মাধ্যমে একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঋণের টাকা জমা করা হয়েছিল।
জালিয়াতির সেই ঘটনায় বেশ কয়েকজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টও জড়িত রয়েছেন বলে জানা যাচ্ছে। তাঁদের বাড়িতেও তল্লাশি অভিযান চালানো হচ্ছে বলে দাবি তদন্তকারীদের।

