পার্থর হাত ধরে শিক্ষা পিছাল ১০০ বছর দাবি, ইডি-র আইনজীবীর

শিক্ষা দপ্তরে নিয়োগ কাণ্ডে এবার উঠে এল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রসঙ্গও। এদিন ইডি-র আইনজীবী জানান, বিদ্যাসাগরের হাত ধরে শিক্ষা ১০০ বছর এগিয়ে গিয়েছিল। আর পার্থর হাত ধরে তা পিছালো ১০০ বছর। নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নাম জড়ানোর পর রীতিমতো আলোড়ন পড়ে রাজ্য রাজনৈতিক মহলে। মঙ্গলবার এই মামলা ওঠে ব্যাঙ্কশাল কোর্টে। মঙ্গলবার ফের পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের জন্য আবেদন করেন তাঁর আইনজীবী। এদিকে এদিনের শুনানিতে হুগলির যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ পার্থ চট্টোপাধ্যায়কে দশ লাখ টাকা দিয়েছিলেন বলে দাবি করেন ইডি-র আইনজীবী। যদিও তা কার্যত উড়িয়ে দেন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী। এরই রেশ ধরে এদিন শুনানিতে ইডি-র আইনজীবী জানান, ‘১৮২০ সাল ২৬ সেপ্টেম্বর, এদিন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মগ্রহণ করেছিলেন। তিনি শিক্ষাব্যবস্থাকে ১০০ বছর এগিয়ে নিয়ে গিয়েছিলেন। অপর তারিখটি ১৯৫২ সালের ৬ অক্টোবর। এই দিনটিতে পার্থ চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেন। তিনি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছেন। ১০০ বছর পিছিয়ে নিয়ে গেছেন।’ উল্লেখযোগ্যভাবে, এদিন শুনানিতে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন পার্থ চট্টোপাধ্যায়ও।

উল্লেখ্য, গত বছর এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। এরপর থেকে তিনি আদালতের নির্দেশে জেলেই রয়েছেন। এর আগে ‘প্রভাবশালী’ তত্ত্বে তাঁর জামিনের আবেদন খারিজ হয়ে গিয়েছিল। উল্লেখ্য, তিনি গ্রেফতারের পরই মন্ত্রিসভা থেকে সরানো হয়েছিল তাঁকে। একইসঙ্গে দলীয় সমস্ত পদ থেকে বাদ দেওয়া হয়েছিল। প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলায় উঠে এসেছিল মডেল তথা অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়ের নাম। অর্পিতা মুখোপাধ্যায়ের টালিগঞ্জ এবং বেলঘরিয়ার ফ্ল্যাটে অভিযান চালিয়ে কোটি কোটি টাকা উদ্ধার করেছিল পুলিশ। কোথা থেকে এল এই বিপুল পরিমাণ টাকা? সেই হদিশ চালানোর জন্য অনুসন্ধান শুরু করেন তদন্তকারীরা। এরপর ইডি-র হাতে গ্রেপ্তার হন অর্পিতাও। তিনিও আপাতত সংশোধনাগারেই। এই মামলার গত শুনানিতে রীতিমতো কান্নায় ভেঙে পড়তে দেখা যায় অভিনেত্রীকে। তিনি এও দাবি করেন, অসুস্থ তিনি। স্ত্রীরোগ জনিত সমস্যায় ভুগছেন। জামিনের জন্য আবেদনও করেছিলেন অর্পিতা। তাঁর যাতে অসুস্থতার ক্ষেত্রে চিকিৎসা পেতে কোনও সমস্যা না হয় সেই বিষয়টি নিয়ে সংশোধনাগার কর্তৃপক্ষকে নজর দেওয়ার কথা বলেছিলেন বিচারক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three − two =