এখনও অনুব্রত মণ্ডলের সঙ্গে মুখোমুখি বসিয়ে তাঁকে জেরা করা হয়নি, এমনটাই দাবি মণীশ কোঠারির আইনজীবীর। শনিবার মণীশের আইজীবী রাজা চৌধুরী জানান, ‘মণীশ কোঠারিকে সেভাবে জিজ্ঞাসাবাদ এখনও করা হয়নি। ইডি কোর্টে বলেছিল, অনুব্রত মণ্ডলের মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। কিন্তু, এখনও পর্যন্ত তা করা হয়নি।‘ একইসঙ্গে তাঁর সংযোজন, ‘ওঁকে দেখে মনে হচ্ছে না সেভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ওঁদের যথেষ্ট সময় দেওয়া হয়েছিল। এবার সোমবার যদি ফের কাস্টডি চায় তাহলে সমস্যা। কারণ তদন্তকারীরা যথেষ্ট সময় পেয়েছে। এখনও পর্যন্ত ওরা এমন কিছু করেনি যাতে মনে হয় যে গ্রেপ্তার করাটা প্রয়োজনীয় ছিল।’ সোমবার আদালতের নিরিদেশর দিকে যে তাকিয়ে বসে তিনি এদিন এমনটাও জানান মণীশের আইনজীবী। মণীশের আইনজীবী এও জানান, শারীরিক এবং মানসিকভাবে মণীশ ঠিকই রয়েছেন।
প্রসঙ্গত, গরু পাচার মামলায় গ্রেপ্তার করা হয়েছিল অনুব্রত মণ্ডলের হিসাব রক্ষক মণীশ কোঠারিকে। শুধু অনুব্রত মণ্ডল নয়, তাঁর মেয়ের আর্থিক হিসাবও দেখভাল করতেন মণীশ, সূত্রের খবর এমনটাই। তিনি বীরভূমের ব্যবসায়ী পরিবারের সন্তান। কিন্তু, পারিবারিক ব্যবসায় পা রাখতে চাননি তিনি। কাজ শুরু করেন হিসাব রক্ষক হিসেবে। প্রথমে তিনি ছিলেন বোলপুরের অ্যাকাউন্টেন্ট বিদ্যুৎ মজুমদারের জুনিয়র। এখান থেকেই তাঁর কেরিয়ার শুরু। এরপর ২০১১ সাল থেকে অনুব্রত মণ্ডলের সঙ্গে তাঁর যোগাযোগ শুরু হয় এবং এরপর তাঁর হিসাব রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেন মণীশ। আর সেই কারণেই তাঁকে জিজ্ঞাসাবাদ করে গরু পাচার মামলায় একাধিক নয়া তথ্য উঠে আসতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা। এরপরেই তাঁকে ছয়দিনের ইডি-র কাস্টডি দেয় আদালত। সোমবার তাঁকে ফের আদালতে পেশ করা হবে।