প্রাথমিক শিক্ষা সংসদের সচিবকে নথি সহ তলব ইডি-র

মঙ্গলবারই দুপুর ১২টা নাগাদ ইডি অফিসে হঠাৎ-ই তলব করা হল প্রাথমিক শিক্ষা সংসদের সচিবকে, এমনটাই সূত্র মারফত খবর। ২০১২ সালের ও ২০১৪ সালের টেটে চাকরি পাওয়া প্যানেলের নথি সহ প্রাথমিক শিক্ষা সংসদের সচিবকে ইডি দপ্তরে আসতে বলা হয় বলে খবর মিলেছে ইডি সূত্রেই। পাশাপাশি ইডি-র তরফ থেকে এও জানানো হয়েছে যে, নিয়োগ দুর্নীতির সব দিক খতিয়ে দেখছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। আর সেই কারণেই এবার তলব করা হল প্রাথমিক শিক্ষা সংসদের সচিবকেও। শিক্ষা সচিবকে এদিন হঠাৎ-ই এই তলব সম্পর্কে যে কারণ সামনে আসছে তাতেও ধরা পড়ছে সেই অয়ন যোগ। কারণ, সোমবার নিয়োগ দুর্নীতিতে ধৃত অয়ন শীলের বাড়ি থেকেও একই ধরনের প্যানেল পাওয়া গিয়েছে। সেই সূত্র ধরেই ইডি-র তরফ থেকে তলব প্রাথমিক শিক্ষা সংসদের সচিবকে। ইডির তদন্তকারী আধিকারিকরা এই দুই প্যানেল মিলিয়ে দেখতে চাইছেন। এই অয়ন নিয়োগ কেলেঙ্কারির সঙ্গে কতটা জড়িয়ে রয়েছে, সেই সব তথ্য খুঁজে বের করার চেষ্টা করছেন গোয়েন্দারা। এক্ষেত্রে যদি প্রাথমিক শিক্ষা সংসদের প্যানেলের নথি ও অয়নের বাড়ি থেকে পাওয়া প্যানেলের নথির মিল পাওয়া যায়, তাহলে এই নিয়োগ দুর্নীতি কাণ্ডে অয়নের যোগ আরও স্পষ্ট হবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 + eighteen =