এবার এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টের হাতে গ্রেপ্তার তৃণমূলের মুখপাত্র সাকেত গোখলে। টাকা নয়ছয়ের অভিযোগে বুধবার সাকেত গোখলেকে গ্রেপ্তার করে ইডি। ইডি-র তরফ থেকে তৃণমূল মুখপাত্র সাকেত গোখলের বিরুদ্ধে আনা হয়েছে ১.০৭ কোটি টাকা নয়ছয়ের অভিযোগ। পাশাপাশি ইডি-র তরফ থেকে এও জানানো হয়েছে, ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে তহবিল নয়ছয়ের অভিযোগ সংক্রান্ত মামলায় তৃণমূল মুখপাত্র সাকেত গোখলেকে গ্রেপ্তার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। প্রসঙ্গত, গুজরাতের জেলে এখন তিনি বন্দি। এমনই এক প্রেক্ষিতে তাঁকে গ্রেপ্তার করে ইডি। এদিকে ইডি সূত্রে খবর, এই বিপুল পরিমাণ টাকা টাকা কিভাবে সংগ্রহ করেছেন, তা জানতেই সাকেতকে নিজেদের হেপাজতে নেওয়া হয়েছে। এর আগেও গত ৩০ ডিসেম্বর টাকা নয়ছয়ের অভিযোগে গত ডিসেম্বর মাসে দিল্লি থেকে তৃণমূল মুখপাত্রকে গ্রেপ্তার করেছিল গুজরাত পুলিশ। আর একবার নয়, গত ডিসেম্বরে তিনবার গ্রেপ্তার করা হয় তৃণমূল মুখপাত্র সাকেতকে। আর এই গ্রেপ্তারের পর আইনি প্রক্রিয়ায় জন্য তৃণমূল মুখপাত্রকে গুজরাতে আনা হয়। সেই মামলায় জেল হেপাজত হয় তৃণমূল মুখপাত্রের।
প্রসঙ্গত, গুজরাতের মোরবি সেতু ভেঙে পড়া নিয়ে গুজরাত সরকারের সমালোচনা করে একটি ট্যুইট করেছিলেন তৃণমূলের জাতীয় মুখপাত্র।এরই পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মোরবি সফরের জন্য ৩০ কোটি টাকা খরচ হয়েছে বলে নিজের সোশাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করেন সাকেত গোখলে।দাবি করেছিলেন, প্রধানমন্ত্রী মোদির দুর্ঘটনাস্থল ঘুরে দেখার জন্য যে টাকা খরচ হয়েছে, তা ক্ষতিপূরণের অঙ্কেরও ছ’গুণ বেশি। এই বক্তব্যের সপক্ষে নথিও প্রকাশ করেন তিনি। সেই টুইটে দেওয়া নথি ভুয়ো, এই অভিযোগ করে প্রথমবার গত বছর ৬ ডিসেম্বর গ্রেপ্তার করা হয় সাকেতকে।
এদিকে এই গ্রেপ্তারির প্রতিবাদ জানিয়ে ট্যুইট করেন তৃণমূল নেতা এবং রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ ব্রায়েন । মোদী সরকারের বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতির অভিযোগ করে সরব হন তিনি। এরপর গত ৮ ডিসেম্বর ওই মামলায় গুজরাটের একটি আদালত জামিন মঞ্জুর করে সাকেত গোখলের।তবে জামিনের কয়েক ঘণ্টা কাটতে না কাটতেই ফের তৃণমূলের জাতীয় মুখপাত্রকে ফের গ্রেপ্তার করে গুজরাত পুলিশ।কারণ, ভুয়ো খবর ছড়িয়ে নির্বাচনের সময় দুই গোষ্ঠীর মধ্যে অশান্তি তৈরির চেষ্টার অভিযোগে মোরবিতে সাকেত গোখলের নামে অভিযোগ দায়ের হয়। সেই অভিযোগের ভিত্তিতেই গ্রেপ্তারি বলে দাবিও করা হয় গুজরাত পুলিশের তরফ থেকে। এরপর গত ডিসেম্বর তাঁকে আদালতে তোলা হলে, জামিন পান সাকেত। দ্বিতীয়বার জামিনের কুড়ি দিন পরে টাকা নয়ছয়ের অভিযোগে ২৯ ডিসেম্বর রাতে গুজরাত পুলিশের হাতে ফের গ্রেপ্তার হন তৃণমূল মুখপাত্র।