কলকাতা : এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ফের তৎপর ইডি। কলকাতা-সহ একাধিক জেলায় সোমবার সকাল থেকে তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইডির একটি করে দল গিয়েছে মুর্শিদাবাদ এবং বীরভূমেও। মুর্শিদাবাদের আন্দিতে বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে ইডি আধিকারিকেরা রয়েছেন।
পাশাপাশি বীরভূমের সাঁইথিয়ায় ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মায়া সাহার বাড়িতে কেন্দ্রীয় সংস্থা হানা দিয়েছে। মায়া সম্পর্কে জীবনকৃষ্ণের পিসি। এসএসসি নিয়োগ মামলায় জীবনকৃষ্ণের নাম আগেই জড়িয়েছিল।
তাঁকে গ্রেফতার করেছিল সিবিআই। বর্তমানে তিনি জামিনে মুক্ত। এ বার তাঁর পিসির বাড়িতেও গেল কেন্দ্রীয় সংস্থা। ইডি সূত্রে খবর, কলকাতাতেও একাধিক জায়গায় তারা হানা দিয়েছে।

