স্পেশাল ট্রেন চালিয়ে বিপুল লাভের মুখ দেখল পূর্ব রেল

স্পেশাল ট্রেন ও অধিক সংখ্যার কামরা সহ ট্রেন চালিয়ে বিপুল লাভের মুখ দেখল পূর্ব রেল। মঙ্গলবার পূর্ব রেলের পক্ষ থেকে এই সাফল্যকে যাত্রীদের আস্থা ও পৃষ্ঠপোষকতার পরিণাম বলেই দাবি করা হয়েছে।
পূর্ব রেলের চালানো স্পেশাল ট্রেন ও অতিরিক্ত কামরা সহ ট্রেন পরিষেবার চাহিদা উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে। গত বছরের তুলনাতে চলতি বছরের অক্টোবর মাসে স্পেশাল ট্রেন ও অতিরিক্ত কামরার মাধ্যমে ৩৩ কোটি টাকা উপার্জন করেছে পূর্ব রেল, যা কিনা ২০২২ সালে ১০.৪৯ কোটি টাকা ছিল।
এই প্রসঙ্গে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান, ‘নতুন উদ্ভাবনী ও পরিষেবার বিস্তৃতির মাধ্যমে এই সাফল্য এসেছে। আমরা আমাদের যাত্রীদের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে একনিষ্ঠ প্রয়াস করেছি। আমরা এই ইতিবাচক সাফল্য বজায় রাখতে আমাদের যাত্রীদের শ্রেষ্ঠ পরিষেবা দেওয়ার জন্য উন্মুখ রয়েছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × two =