বিনা টিকিটের যাত্রী ধরার অভিযানে বিপুল অর্থ এল পূর্ব রেলের ঘরে। আগেই রেলের তরফ থেকে জানানো হয়েছিল, বিনা টিকিটের যাত্রীদের পাকড়াও করতে বিশেষ অভিযান চালানো হবে। এমন সতর্কবার্তা দিতে সোনাও গিয়েছিল রেল আধিকারিকদের। এরপর তা বাস্তবে রূপায়িত করতে বিশেষ অভিযানে নামে রেল। আর তাতেই লক্ষ লক্ষ টাকা ফাইন বাবদ পেল পূর্ব রেল।
পূর্ব রেল সূত্রে খবর, হাওড়া ডিভিশনে বিনা টিকিটের যাত্রী সংখ্যা ২৩ হাজার ৫৬ জন। ফাইন বাবদ প্রাপ্ত ৮১ লক্ষ ৩১ হাজার ৮৬ জন। শিয়ালদহ ডিভিশনে বিনা টিকিটে যাত্রীর সংখ্যা ১১,৭৬০ জন। ফাইন বাবদপ্রাপ্ত ৩২ লক্ষ ২১ হাজার ৮৫ জন। মালদা ডিভিশনে বিনা টিকিটে যাত্রীর সংখ্যা ৩০০০ জন। ফাইন বাবদপ্রাপ্ত ১৩ লক্ষ ৩৮ হাজার ১৮৬ টাকা। আসানসোল ডিভিশনে বিনা টিকিটে যাত্রীর সংখ্যা ১১ হাজার ৬০১ জন। ফাইন বাবদপ্রাপ্ত ৪৭ লক্ষ ৮৬ হাজার ৬৫ জন।