নিজস্ব প্রতিবেদন: যাত্রী স্বাচ্ছন্দ্য ও সুবিধার লক্ষ্য নিয়ে পূর্ব রেল বিভিন্ন স্টেশনে ৭১ টি চলমান সিঁড়ি বসানোর সিদ্ধান্ত নিয়েছে। শনিবার একটি নির্দেশিকাতে পূর্ব রেল এমনটাই জানিয়েছে। এর মাধ্যমে সাধারণ নিত্যযাত্রী সহ বিশেষ সক্ষম যাত্রীদের অনেক সুবিধা হবে বলেই পূর্ব রেল দাবি করেছে। যে সকল যাত্রীরা দূরে যাত্রা করতে অনেক মালপত্র নিয়ে যাতায়াত করেন, তারাও উপকৃত হবে বলেই পূর্ব রেলের পক্ষ থেকে জানান হয়েছে।
পূর্ব রেলের জারি করা নির্দেশিকাতে জানান হয়েছে এই চলমান সিঁড়িগুলো,আসানসোল বিভাগের ৪টি স্টেশনে ৯টি, হাওড়া বিভাগের ১০টি স্টেশনে ২৬ টি, মালদা বিভাগের ৫ টি স্টেশনে ১০টি, শিয়ালদা বিভাগের ১২টি স্টেশনে ২৬টি পূর্ব রেলের পক্ষ থেকে দাবি করা হয়েছে এতে যাত্রী সুবিধা ও স্বাচ্ছন্দ্য আরও বাড়বে।