কেক কেটে হাওড়া স্টেশনে ‘বন্দে ভারত’-এর প্রথম বার্ষিকী পালন পূর্ব রেলের

পয়লা জানুয়ারি ২০২৩ সালে হাওড়া স্টেশন থেকে প্রথম যাত্রা শুরু করে ২২৩০১ আপ/ ২২৩০২ ডাউন হাওড়া – নিউ জলপাইগুড়ি – হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস। এরপর দেখতে দেখতে এক বছর ওই রুটে এক বছর সম্পুর্ন করলো। গত বছর ৩০ ডিসেম্বর মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত দিয়ে উদ্বোধন হয় বাংলার প্রথম বন্দে ভারত ট্রেন। এরপর পয়লা জানুয়ারি থেকে ট্রেনটি যাত্রা শুরু করে। নিউ জলপাইগুড়ি / শিলিগুড়ি রুটে পর্যটক ও যাত্রীদের কাছে ভীষণ জনপ্রিয় হয় এই ট্রেনটি।
প্রথম যাত্রা থেকে দীর্ঘ এক বছর ধরে হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত  যাত্রীদের আবেগে পরিণত হয়েছে বলেই জানাচ্ছে পূর্ব রেল।
উচ্চ গতি সম্পন্ন বন্দে ভারত ট্রেনটি উত্তর বঙ্গ এবিং দক্ষিণ বঙ্গের মধ্যে বোলপুর, শান্তিনিকেতন, মালদা টাউন, বারসই স্টেশনের স্টপেজ রয়েছে। ফলে অনেক যাত্রীরই সুবিধে হচ্ছে দ্রুত যাতায়াতে। সোমবার এক বছর পূর্ণ হওয়ার খুশিতে হাওড়া ষ্টেশনে যাত্রীদের জন্য একটি বিশেষ অনুষ্ঠান করা হয়। কেক কেটে পালন করা হয় বন্দে ভারতের বর্ষপূর্তি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × four =