ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজ শুরুর আগে নোটিস পাঠানো হল বউবাজারের বাসিন্দাদের

ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের কাজে এবার আগে থেকেই সতর্ক পদক্ষেপ নিল মেট্রোরেল কর্তৃপক্ষ। কারণ, আগের বিপর্যয় ঘটনা থেকে থেকে যথেষ্ট শিক্ষা হযেছে তাঁদের। আর সেই কারণেই কাজ শুরুর আগেই বাড়ি খালি করার নোটিস পাঠানো হল বউবাজার এলাকার বাসিন্দাদের। ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের বউবাজার অংশের ভূগর্ভে কাজ বাকি রয়েছে এখনও সাড়ে চার মিটার। যে অংশে বিপত্তির জন্য তৃতীয়বার বউবাজার এলাকার একাধিক বাড়িতে ধস নামে। এবার সেই সাড়ে চার মিটার অংশে কাজ শুরু করতে চলেছে কেএমআরসিএল। সেই কারণে গৌর দে লেন, দুর্গা পিতুরি লেন এবং স্যাঁকরা পাড়া লেন- এই তিনটি এলাকার তিনটি বাড়িতে নোটিস পাঠানো হলো। সেই বাড়িগুলি খালি করার জন্য বলা হয়েছে নোটিসে। সোমবার এই নোটিস দেওয়া হয়। মেট্রো সূত্রে খবর, ওই অংশে কাজ করতে গেলে সংশ্লিষ্ট তিনটি বাড়িতে ফাটল ধরতে পারে। তাই নোটিস পাঠিয়ে বাড়িগুলি খালি করার কথা বলা হল।

সূত্রে খবর, একইসঙ্গে তিনটি বাড়ির মোট ৪৫ জনকে বউবাজার এলাকার দু’টি হোটেলে থাকারও ব্যবস্থা করে দেওয়া হয়েছে। শেষবার যখন বউবাজারে মেট্রোর কাজ করতে গিয়ে বিপর্যয় হয়, তখন দেখা যায় সাড়ে ৪ মিটার অংশে কাজ করার সময় বিপত্তি হচ্ছে। এদিকে ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের কাজ দ্রুততার সঙ্গে শেষ করতে চায় কর্তৃপক্ষ। তাই এই সাড়ে ৪ মিটার অংশের মধ্যে থাকা তিনটি বাড়ি খালি করার নোটিস দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 + 14 =