বেতন কাটছাঁট নিয়ে ভিন্ন মত ইস্ট-মোহনের

অবশেষে কেটেছে অনিশ্চয়তার কালো মেঘ। আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হবে আইএসএল। বল গড়াবে ভারতীয় ফুটবলে। এই বছর কম ম্যাচ করে কোনওভাবে লিগ চালিয়ে যাওয়ার রাস্তা খুঁজে পেয়েছে ফেডারেশন। ক্লাবগুলির উপরই রয়েছে ম্যাচ আয়োজনের দায়িত্ব। এই অবস্থায় বেতন কমানোর জন্য ফুটবলারদের কাছে অনুরোধ করেছে একাধিক ক্লাব।

এই মরশুমে ছোট আকারে আইএসএল হচ্ছে। ফলে অনেক ক্লাবই ফুটবলারদের বেতন কমানোর কথা ভাবছে। এই বিষয়ে মোহনবাগানের বক্তব্য নিয়ে দেবাশিস দত্ত বলেন, “খেলোয়াড়দের কি দোষ? তাদের কোনও দোষ নেই। এই বছর কম দেওয়া হলেও, সামনে মরশুমে যখন বেশি ম্যাচ খেলবে তখন কি বেশি বেতন দেবেন? আমরা একটা মরশুমের জন্য সই করায়। তবে দুর্ভাগ্য যে ফুটবল হয়নি। মোহনবাগান একমাত্র দল যারা প্র‍্যাক্টিস চালিয়ে গিয়েছে।”

নাম না করে ইস্টবেঙ্গলকেও খোঁচা দিয়ে রাখলেন তিনি। মোহনবাগান সভাপতি বলেন, “ক্লাবেরাই ভারতবর্ষের ফুটবলে আসল ইনভেস্ট করে। তবে ক্লাবগুলির কোনও গুরুত্ব ছিল না, ভোটিং পাওয়ার ছিল না। কিন্তু তারাই ঢালে, এদিকে তাদের কোনও গুরুত্ব নেই। সমাধান সূত্র বের করে ক্লাবেরাই সব ঠিক করল। কোনও দুই একজন ক্লাব অবশ্য বলেছিল, ‘এটা আমাদের কাজ নয়।’ কিন্তু বাকি ক্লাবরা যা করতে পারল, একটা বড় নিদর্শন হয়ে থাকবে।”

ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকার বলেন, “ইস্টবেঙ্গলে কি প্রভাব পড়বে বলা যাচ্ছে না, আপাতত তো এইরকম কিছু নেই, কাল কি হবে কেউ বলতে পারে না। যারা ইনভেস্ট করে তাদের কথাও ভাবতে হয়। খেলোয়াড়দের কথাও ভাবতে হবে। যেহেতু টুর্নামেন্টে অর্ধেক ম্যাচ হবে, আমি শুনলাম ব্যাঙ্গালোর ফুটবলারদের বলেছে ২০% বেতন কমিয়ে খেলতে হবে, তারা নাকি রাজিও হয়েছে। গোয়াও নাকি একই পথ বেছে নেবে। যদি খেলোয়াড়েরা খুশি হয়ে রাজি হয় তাহলে ভালো।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one + seven =