সমর্থকদের রক্তচাপ বাড়িয়ে জয় ইস্টবেঙ্গলের

মরসুমের প্রথম ডার্বি। কলকাতা লিগে মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল ও মোহনবাগান। কল্যাণী স্টেডিয়ামে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিল ইস্টবেঙ্গল। ২-০ এগিয়ে থেকেও অবশ্য লাল-হলুদ সমর্থকরা আতঙ্কে পড়েছিলেন। স্কোর লাইন ২-২ করে ফেলেছিল মোহনবাগান। যদিও শেষ অবধি বাজিমাত ইস্টবেঙ্গলেরই। রোমহর্ষক কলকাতা ডার্বি ৩-২ ব্যবধানে জেতে ইস্টবেঙ্গল।

দ্বিতীয়ার্ধের শুরুতেই একটি গোল শোধ করেন মোহনবাগানের কাস্তানা। ৬৭ মিনিটে গোল বছরখানেক পর মোহনবাগানে ফেরা কিয়ান নাসিরির। স্কোরলাইন ২-২ হতেই ম্যাচ ওপেন। কিন্তু কিয়ানের গোলের ২ মিনিটের মধ্যেই মোহনবাগানে শিবিরে জোরালো ধাক্কা দেন ডেভিড। ৩-২ লিড নেয় ইস্টবেঙ্গল।

ম্যাচের শেষ মুহূর্ত অবধি টানটান উত্তেজনা। দু-দলই সুযোগ পেয়েছে গোলের। তেমনই সময় নষ্টের জন্য হলুদ কার্ড দেখেন ইস্টবেঙ্গলের গোলরক্ষক দেবজিৎ। তার আগে দ্বিতীয় হলুদ কার্ড তথা লাল-কার্ড দেখে মাঠ ছাড়েন অমন সিকে। তাতেও অবশ্য বাকি কয়েক মিনিট সামলে নেয় ইস্টবেঙ্গল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 2 =