ইন্ডিয়ান সুপার লিগে শুরুটা খুবই হতাশার হল ইস্টবেঙ্গলের। অ্যাওয়ে ম্যাচে বেঙ্গালুরুর কাছে ০-১ গোলে হার লাল-হলুদের। প্রথমার্ধেই গোল পেয়ে যাওয়ায় ডিফেন্স আঁকড়ে পড়েছিল বেঙ্গালুরু এফসি। পরিসংখ্যান বলছে, ইন্ডিয়ান সুপার লিগে নিজেদের প্রথম ম্যাচে বেঙ্গালুরু এফসি মাত্র একবারই হেরেছিল। সেটা গত মরসুমে কেরালা ব্লাস্টার্সের কাছে। এ ছাড়া প্রতি আইএসএলেই জয় দিয়ে অভিযান শুরু করেছে বেঙ্গালুরু এফসি। এ বারও সেই ধারা বজায় রাখলেন সুনীল ছেত্রীর সতীর্থরা। আর এই জয়ে পার্থক্য হয়ে দাঁড়াল ১৯ বছরের এক তরুণের গোলই।
ইস্টবেঙ্গল ও মোহনবাগান দুই প্রধানের ক্ষেত্রেই এ বার বলা হচ্ছে, আক্রমণ ভাগ খুবই ভালো, কিন্তু ডিফেন্সে ভুগতে হবে। গত কাল আইএসএল অভিযান শুরু করেছে মোহনবাগান। ২-০ এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে জোড়া গোল হজম মোহনবাগানের। শেষ অবধি ২-২ ব্যবধানে শেষ হয় ম্যাচ। এক পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে হয়। ইস্টবেঙ্গলের শুরুটা হল হার দিয়ে। ম্যাচের ২৫ মিনিটে বেঙ্গালুরু এফসিকে এগিয়ে দেন বিনিথ ভেঙ্কটেশ।
ডুরান্ড কাপে খেলেছিলেন এই তরুণ ফুটবলার। বেঙ্গালুরু জার্সিতে ইন্ডিয়ান সুপার লিগে অভিষেক হল বিনিথের। ম্যাচের ২৫ মিনিটে মেন্ডিজের পাস থেকে ডান পায়ের অনবদ্য শটে গোল আইএসএলে অভিষেককারী বিনিথ ভেঙ্কটেশের। ম্যাচে হাতে গোনা কিছু সুযোগই তৈরি করতে পেরেছে ইস্টবেঙ্গল। তার উপর রেফারিং নিয়েও প্রশ্ন উঠল। একঝাঁক কার্ড দেখিয়ে গেলেন। শেষ মুহূর্তে চুংনুঙ্গা দ্বিতীয় হলুদ কার্ড তথা লাল-কার্ড দেখে মাঠ ছাড়েন। ম্যাচ শেষে ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাতও রেফারিং নিয়ে অসন্তোষ প্রকাশ করেন।