কলকাতা প্রিমিয়ার ডিভিশন লিগ চলছে। মাঝে ডুরান্ড কাপের নকআউটের সময় বেশ কিছুদিন দুই প্রধানের ম্যাচ ছিল না। জুনিয়র দল হোক বা সিনিয়র, মরসুমের শুরুটা ভালোই হয়েছে লাল-হলুদের। গত কয়েক মরসুমের হতাশা কাটিয়ে ক্রমশ ঘুরে দাঁড়াচ্ছে ইস্টবেঙ্গল। ডুরান্ড কাপে ফাইনালে উঠেছিল লাল-হলুদ। গ্রুপ পর্বে ডার্বি জিতেছিল ইস্টবেঙ্গল। ফাইনালে তার পুনরাবৃত্তি হয়নি। ডুরান্ডে রানার্স। কলকাতা লিগেও অনবদ্য ছন্দে। এ দিন লাল-হলুদ জার্সিতে ‘রেকর্ড’ জেসিন টিকের। কলকাতা লিগে সুপার সিক্স আগেই নিশ্চিত করেছিল ইস্টবেঙ্গল। লিগ পর্বের শেষ ম্যাচে জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে নেমেছিল তারা। ঘরের মাঠে জর্জ ৪-০ ব্য়বধানে হারাল লাল-হলুদ। হ্যাটট্রিক করলেন জেসিন টিকে। চার বছরে ইস্টবেঙ্গল পুরুষ দলের হয়ে প্রথম হ্যাটট্রিক! এমন কীর্তিই গড়লেন। এর থেকেই যেন পরিষ্কার, ইস্টবেঙ্গলের গত কয়েকটি মরসুম কেমন কেটেছে। এ মরসুমেও বেশ কিছু ম্যাচ বড় ব্যবধানে জিতেছে ইস্টবেঙ্গল। তবে ভিন্ন গোল দাতা কিংবা জোড়া গোল ছিল। জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে প্রথমার্থে গোল করতে ব্যর্থ ইস্টবেঙ্গল। দ্বিতীয়ার্ধেই চার গোল। বিরতির পর খেলা শুরু হতেই ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন জেসিন। তিন মিনিটের ব্যবধানে পেনাল্টি থেকে ফের গোল জেসিনের। ৫১ মিনিটে বিষ্ণুর গোলে ৩-০ এগিয়ে যায় ইস্টবেঙ্গল। নির্ধারিত সময়ের ৮ মিনিট আগে গর্বের মুহূর্ত জেসিনের। ৮২ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন এই তরুণ ফুটবলার। ইন্ডিয়ান সুপার লিগের সূচি প্রকাশিত হয়েছে এ দিন। সেই লক্ষ্যে সিনিয়র দলের কয়েকজনকে দেখে নেওয়ার সুযোগ ইস্টবেঙ্গলের সামনে। লিগে গ্রুপ পর্বের লড়াই শেষ বড় জয়ে। এ বার নজরে সুপার সিক্স পর্ব।