হাইকোর্টের রায়ে আগেই ২০২৪-২৫ মরশুমের কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার ডিভিশনের চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে ইস্টবেঙ্গলকে। সোমবার ক্লাবের ঘরের মাঠে ইস্টবেঙ্গল ফুটবলার ও কর্মকর্তাদের হাতে ট্রফি তুলে দিলেন কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম। ইউনাইটেড স্পোর্টসের বিরুদ্ধে ম্যাচের আগে ছোটো অনুষ্ঠান করে ট্রফি তুলে দেওয়া হল ক্লাবকে। উপস্থিত ছিলেন ইস্টবেঙ্গল ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার, সচিব রূপক সাহা, প্রাক্তন সভাপতি ড: প্রণব দাসগুপ্ত, ইমামি কর্তা সঞ্জীব আগরওয়াল এবং বর্তমান সভাপতি মুরারী লাল লোহিয়া। গত মরশুমের ট্রফি ইস্টবেঙ্গলের হাতে তুলে দিয়ে স্বস্তির নিশ্বাস আইএফএ -এর। লাল-হলুদ সমর্থকদের দীর্ঘ অপেক্ষার অবসান। ট্রফি হাতে নিয়ে নূন্যতম সেলিব্রেশন করেই ফুটবলাররা ওয়ার্ম আপে ছুটলেন। এদিন ইউনাইটেড স্পোর্টসকে ২-১ গোলে হারিয়ে জোড়া ট্রফি জয়ের স্বাদ পেল ইস্টবেঙ্গল।

