কলকাতা লিগে যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি ইস্টবেঙ্গল ও মোহনবাগান। শুরু থেকেই দু-দলের সতর্ক ফুটবল। এ বার ইস্টবেঙ্গলে ফিরেছেন বাঙালি গোলকিপার দেবজিৎ মজুমদার। কলকাতা ডার্বিতে খেলছেন তিনি। এই ম্যাচটি দেবজিতের কাছে ইন্ডিয়ান সুপার লিগের প্রস্তুতিও বলা যায়। তেমনই মোহনবাগান খেলাচ্ছে গ্লেন মার্টিন্সের মতো সিনিয়র প্লেয়ারকে। দু-দলই এমন কয়েকজনকে খেলাচ্ছে, যাঁদের আইএসএলে দেখা যাবে। তবে সিনিয়রদের মাঝে নজর কাড়লেন তরুণরাই। ২-০ গোলে এগিয়ে গিয়েছিল ইস্টবেঙ্গল। অ্যাডেড টাইমে গোল শোধ সুহেল ভাটের। জাস্টিন রেড কার্ড দেখায় শেষ দিকে ১০ জনে খেলেছে ইস্টবেঙ্গল। কলকাতা লিগের ডার্বি শেষ অবধি ২-১ ব্যবধানে জিতল লাল-হলুদই।
শুরু থেকে ইস্টবেঙ্গলের আক্রমণ বেশি। যদিও কোনও গোল হয়নি। ৩৫ মিনিট অবধি গোলশূন্যই ম্যাচ। ৫১ মিনিটে এগিয়ে গেল ইস্টবেঙ্গল। সিনিয়র টিমে খেলার অভিজ্ঞতা রয়েছে বিষ্ণুর। বল পেয়ে ঠান্ডা মাথায় এগলেন বিষ্ণু। প্রতিপক্ষ ডিফেন্সকে কাটিয়ে জায়গা তৈরি করেন। এরপরই শট। ব্যক্তিগত নৈপুণ্যেই গোল বলা যায়। পরিবর্ত হিসেবে নেমেছিলেন জেসিন টিকে। মোহনবাগান গোলরক্ষক বাঁ দিকে নিজের ডিফেন্ডারকে পাস করেছিলেন। কিন্তু ফার্স্ট টাচ খুব খারাপ। সিকে অমন বল কেড়ে নেন। দুর্দান্ত পাস বাড়ান। সুপার সাব জেসিন টিকের গোলে ২-০ এগিয়ে গিয়েছে ইস্টবেঙ্গল। অ্যাডেড টাইমে এক গোল শোধ। সুহেল ভাটের গোল। ১০ জনের টাইটসনের সেন্টার, হেডে গোল সুহেলের। দেবজিতের মতো গোলকিপারও আটকাতে ব্যর্থ।