চলতি মরশুমে কলকাতা ফুটবল লিগ জয়ের কাছাকাছি ইস্টবেঙ্গল। বাকি শুধুমাত্র এক পয়েন্টের। সোমবার নিজেদের ঘরের মাঠে সুপার সিক্স পর্বের শেষ ম্যাচে ইউনাইটেড স্পোর্টসের বিরুদ্ধে নামবে ইস্টবেঙ্গল। তবে গত মরশুমের কলকাতা লিগের চ্যাম্পিয়ন ঘোষণা নিয়ে যে চাপানউতোর ছিল, তা অবশেষে জল্পনার অবসান হল। ২০২৪ সালের কলকাতা লিগ চ্যাম্পিয়ন ঘোষণা করা হল ইস্টবেঙ্গলকে।
শনিবার আইএফএ-র লিগ সাব কমিটির বৈঠকের পর আনুষ্ঠানিক ভাবে ইস্টবেঙ্গলকে গত মরশুমের চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। রানার্স-আপ হিসেবে ঘোষণা করা হল ডায়মন্ড হারবার এফসির নাম। টানা দুটি লিগ জয়ে উচ্ছ্বসিত ইস্টবেঙ্গল সমর্থকরা। কয়েকদিনের মধ্যেই ইস্টবেঙ্গল ক্লাবের হাতে ট্রফি তুলে দেওয়া হবে। নিম্ন আদালতের আইএফএ -কে কলকাতা ফুটবল লিগ ২০২৪–২৫ মরশুমের চ্যাম্পিয়ন ঘোষণা করতে বাধা দেওয়ার অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা শুক্রবার বাতিল করে দেয় কলকাতা হাইকোর্ট। বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্য্য সি.ও. ৭৫৭/২০২৫ এবং সি.ও. ১১৫০/২০২৫ মামলার রায়ে আলিপুর জেলা বিচারকের দেওয়া অন্তর্বর্তীকালীন আদেশ খারিজ করে দেন। এরপরই ইস্টবেঙ্গলকে চ্যাম্পিয়ন ঘোষণা করায় আর কোনও বাধা ছিল না।
এই বিষয়ে আইএফএ সচিব অনির্বাণ দত্ত বলেন, ‘শুক্রবার রাতে আমরা এই বিষয়টা জানতে পারি। তখনই আলোচনা করি দ্রুত এই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে। ওই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয় ইস্টবেঙ্গলকে চ্যাম্পিয়ন এবং ডায়মন্ড হারবারকে রানার্স-আপ ঘোষণার কথা। এখন আদালতের রায়ের পরে বলতে আর বাধা নেই যে ইস্টবেঙ্গলই চ্যাম্পিয়ন।’

