গোয়ার স্থানীয় দল ডেম্পো স্পোর্টিং একসময়ে ভারতীয় ফুটবলে আধিপত্য বিস্তার করত। তারা যে হারিয়ে যায়নি, সেই প্রমাণই মিলল শনিবার গোয়ার বাম্মোলিম স্টেডিয়ামে। সুপার কাপের প্রথম ম্যাচেই ডেম্পোর কাছে আটকে গেল ইস্টবেঙ্গল। বিদেশিহীন ডেম্পোর বিরুদ্ধে ২-২ গোলে ড্র করল ইস্টবেঙ্গল।
আইএসএলের দল ইস্টবেঙ্গলের বিরুদ্ধে তরুণ দল নিয়ে দুর্দান্ত লড়াই করল ডেম্পো। ম্যাচের ২ মিনিটের মাথায় প্রথম সুযোগ পায় ইস্টবেঙ্গল। জাপানি তারকা হিরোশির শট ক্রসবারে লাগে। ২৭ মিনিটে মহম্মদ আলির গোলে এগিয়ে যায় ডেম্পো। এক্ষেত্রে ইস্টবেঙ্গলের গোলকিপার দেবজিৎ মজুমদারের অবস্থান নিয়ে প্রশ্ন উঠতেই পারে। সমীর নায়েকের ছেলেদের এরপর আত্মবিশ্বাস আরও বেড়ে যায়। ৪২ মিনিটে আরও একবার সুযোগ পান ইস্টবেঙ্গলের হিরোশি। এদিন হিরোশি ও হামিদকে একসঙ্গেই খেলান অস্কার ব্রুঁজো। তাও লাভের কিছু হয়নি। দ্বিতীয়ার্ধ শুরুর পরই সমতায় ফেরে ইস্টবেঙ্গল। হামিদের দূরপাল্লার শট। ডেম্পোর গোলকিপারের হাতে লেগে বল সরাসরি চলে আসে নাওরেম মহেশ সিংয়ের কাছে। সেখান থেকেই বল জালে জড়িয়ে দেন ইস্টবেঙ্গল অধিনায়ক। ৫৭ মিনিটে লালচুংনুঙ্গার পাস থেকে বাঁ-পায়ের শটে গোল করেন মিগুয়েল। লাল-হলুদ জার্সিতে মিগুয়েলের প্রথম গোল। এরপর থেকেই ইস্টবেঙ্গল যেন গা ছাড়া ভাবে খেলতে থাকে। ফলও ভুগতে হয়। ৮৯ মিনিটে লক্ষীমণরাও রেনের গোলে সমতায় ফিরল ডেম্পো। খেলার ফলাফল ২-২ গোলে শেষ হয়।

