নিকটে এসেও ইস্টবেঙ্গল মহিলা দলের হাতছাড়া হয়েছিল এএফসি উইমেন্স চ্যাম্পিয়নশিপের নকআউট পর্ব খেলার সুযোগ। এবার লাল-হলুদ মহিলা ব্রিগেডের সামনে মহিলাদের সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপ জেতার সু্যোগ। টুর্নামেন্টের শুরুটা ভালোই হল ইস্টবেঙ্গলের। ভুটানের ট্রান্সপোর্ট ইউনাইটেড লেডিস এফসিকে কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে ৪-০ গোলে হারাল ইস্টবেঙ্গল।
প্রথমবার এই টুর্নামেন্ট আয়োজিত হচ্ছে। প্রথম কোনও ভারতীয় ক্লাব হিসেবে এই প্রতিযোগিতা খেলছে মশাল গার্লসরা। এর আগের ম্যাচে ট্রান্সপোর্ট ইউনাইটেড পাকিস্তানের ক্লাব করাচি সিটি এফসির বিরুদ্ধে গোলশূন্য ড্র করেছে। এই ম্যাচ ও গোটা টুর্নামেন্ট নিয়ে আশাবাদী ইস্টবেঙ্গল কোচ অ্যান্টনি অ্যান্ড্রুজ। ম্যাচের ৩৫ মিনিটে ফাজিলা ইকওয়াপুটের হেডে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। দ্বিতীয়ার্ধে ১৪ মিনিটের মধ্যে তিন গোল করে লাল-হলুদের মেয়েরা। ফাজিলার পাস থেকে গোল করেন বঙ্গ তনয়া সুলঞ্জনা রাউল। ৫ মিনিট পর আবারও ফাজিলার পাস থেকে গোল করে ব্যবধান বাড়ান রেস্টি নানজিরি। ৭২ মিনিটে ৪-০ করেন ফাজিলা। প্রথম ম্যাচের পর তিন পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে ইস্টবেঙ্গল।

