দশজনের কাস্টমসের বিরুদ্ধে কোনওরকমে জয় ইস্টবেঙ্গলের

কলকাতা লিগে নিজেদের গ্রুপে মজবুত পরিস্থিতিতে রয়েছে ইস্টবেঙ্গল। তবে প্রচুর গোলের সুযোগ তৈরি হলেও ফিনিশিংয়ের অভাব কিছুটা যেন অস্বস্তিতে রাখছে। প্রিমিয়ার ডিভিশনে এ দিন ঘরের মাঠে কাস্টমসের বিরুদ্ধে নেমেছিল লাল-হলুদ। কোনওরকমে জয় পেল ইস্টবেঙ্গল। ম্যাচের শেষ দিকে একমাত্র গোলটি করেন মহীতোষ রায়। একাধিক সুযোগ তৈরি হলেও প্রতিপক্ষ রক্ষণে গিয়ে আটকে যাচ্ছিল লাল-হলুদ। ম্যাচের ৭০ মিনিটে ক্য়ালকাটা কাস্টমসের বিশ্বজিৎ হেমব্রম দ্বিতীয় হলুদ কার্ড তথা রেড কার্ড দেখে মাঠ ছাড়েন। রেফারি অভিষেক সাহাকে অনুরোধ করে দ্বিতীয় হলুদ কার্ড আটকানোর মরিয়া চেষ্টা করেন কাস্টমস অধিনায়ক। তাতে অবশ্য কোনও লাভ হয়নি। কড়া সিদ্ধান্ত নেন রেফারি। এতেই ইস্টবেঙ্গলের ভাগ্য খোলে। ম্যাচের শুরু থেকে তথাকথিত ছোট দল ক্যালকাটা কাস্টমস ডিফেন্সে বেশি জোর দেয়। তাদের লক্ষ্য ছিল মূলত ইস্টবেঙ্গলকে আটকে দেওয়া। কিন্তু ১০ জনে পরিণত হওয়ায় তাদের কাজ কঠিন হয়। দলের অন্যতম সেরা ডিফেন্ডার বিশ্বজিৎ মাঠ ছাড়ায় চাপে পড়ে কাস্টমস। ২০ মিনিটের বেশি সময় ১০ জনে খেলতে হয় ক্যালকাটা কাস্টমসকে। তাতেও অবশ্য জয়ের মুখ খুলতে পারছিল না ইস্টবেঙ্গল। বিশেষ করে বলতে হয় সেটপিসের কথা। বেশ কিছু কর্নার ও ফ্রি-কিক হলেও তা গোলে পরিণত করতে পারছিল না ইস্টবেঙ্গল। দশ জনে পরিণত হওয়ার পর থেকে আরও বেশি ডিফেন্সিভ হয়ে পড়ে ক্যালকাটা কাস্টমস। তাদের কাছে বাকি সময়টা গোল না খাওয়াই লক্ষ্য হয়ে দাঁড়ায়। সময় নষ্টেরও চেষ্টা করে ক্যালকাটা কাস্টমস। ইস্টবেঙ্গল অনবদ্য কিছু আক্রমণ তৈরি করে। স্কোরলাইনে কোনও বদল আসছিল না। শেষ অবধি ৮৭ মিনিটে গোল মহীতোষের। পরিবর্ত প্লেয়ার হিসেবে নেমেছিলেন মহীতোষ। তাঁর গোলেই মূল্যবান তিন পয়েন্ট। বক্সের বাঁ দিক থেকে সেকেন্ড পোস্টে দারুণ প্লেসমেন্টে গোল মহীতোষের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven + 2 =