ইস্টবেঙ্গলের মেয়েদের জয়রথ অব্যাহত। শুক্রবার কল্যাণী স্টেডিয়ামে নীতা ফুটবল অ্যাকাডেমির বিরুদ্ধে ম্যাচে ফাইভ স্টার পারফরম্যান্স মশাল গার্লদের। পাঁচ গোলে বড় জয় পেল ফাজিলা ইকওয়াপুটরা। গত ম্যাচে সেসার বিরুদ্ধে ৯ গোল করেছিল ইস্টবেঙ্গলের মেয়েরা। সেই বড় জয়ের ধারা এদিনও বজায় রাখল কোচ অ্যান্থনি অ্যান্ড্রুজের মেয়েরা। এই জয়ের পর লিগ টেবিলের শীর্ষ স্থানে উঠে এসেছে ইস্টবেঙ্গল।
ম্যাচের শুরুতে ৫ মিনিটের মধ্যেই এগিয়ে যায় ইস্টবেঙ্গল। ফাজিলা ইকওয়াপুটের দুরন্ত পাস থেকে গোল করেন সৌম্যা গোগুলথ। পেনাল্টি বক্সের ভেতর থেকে ডান পায়ের শট সোজা শটে বল জালে জড়িয়ে দেন সৌম্যা। এর ৫ মিনিটের মধ্যে আবারও আক্রমণে ওঠে ইস্টবেঙ্গলের। এই ম্যাচের আগে পয়েন্ট তালিকায় প্রথম স্থানে থাকা নীতা ফুটবল অ্যাকাডেমির বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আশা করা হয়েছিল। তবে কোথায় কি। ইস্টবেঙ্গল সহজ ভাবেই জয় তুলে নিল। গোটা ম্যাচে দাঁড়াতেই পারল না নীতার আক্রমণ বিভাগ। ৪২ মিনিটে ইস্টবেঙ্গলের হয়ে দ্বিতীয় গোল করেন সৌম্যা। ফের ফাজিলা-সৌম্যা যুগলবন্দীতে গোল হয়। নীতার ডিফেন্স লাইনের ভুলে সুযোগ হাতছাড়া করেনি ইস্টবেঙ্গল। চতুর্থ গোল করেন ফাজিলা ইকয়াপুট। ফাজিলার সঙ্গে ওয়ান টু খেলে জায়গা করে নেন। তাঁর শট গোলে ঘুকে যায়। ৪ গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। ম্যাচের একেবারে শেষ গোল করেন সৌম্যা। দাপটের সঙ্গে পাঁচ গোলে জয় পেল ইস্টবেঙ্গল।
অন্যদিকে বাংলার আর এক দল শ্রীভূমি এফসি আইডব্লুএলে জয়ের সন্ধানে। এদিন আবারও হারের সম্মুখীন কোচ সুজাতা করের শ্রীভূমি। কমলা দেবীর পেনাল্টিতে শ্রীভূমি এগিয়ে গেলেও ৮০ ও ৮৫ মিনিটে যথাক্রমে লাভেথ এডে ও বেবিসানার গোলে ম্যাচ জিতে নেয় কিকস্টার্ট এফসি।

