আবারও পাঁচ গোল ইস্টবেঙ্গলের, জয়ে ফিরল শ্রীভূমি

আবারও পাঁচ গোলে জয় ইস্টবেঙ্গলের। মঙ্গলবার কল্যাণী স্টেডিয়ামে ব্যাঙ্গালুরুর কিকস্টার্ট এফসিকে ৫-০ গোলে হারাল ইস্টবেঙ্গল। ম্যাচে জোড়া করেন গোল ফাজিলা ইকুয়াপুট। এছাড়াও একটি করে গোল করেন সুলঞ্জনা রাউল, রেস্টি নানজেরি এবং অস্টম ওরাওঁ। পাঁচটি ম্যাচ খেলে ১৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের একেবারে শীর্ষস্থানে রয়েছে মশাল গার্লসরা।
ম্যাচের শুরু থেকেই দাপটে আক্রমণ করতে থাকে ইস্টবেঙ্গল। ১৫ মিনিটেই গোল করে দলকে এগিয়ে দেন দুরন্ত ফর্মে থাকা ফাজিলা। সুলঞ্জনার পাস থেকে গোল করেন ফাজিলা। প্রথমার্ধ শেষ হওয়ার আগেই রেস্টি নানজিরির গোলে ২-০ করে ইস্টবেঙ্গল। সিল্কি দেবীর থ্রু বল পেয়ে যান ফাজিলা। সেখান থেকেই ফাজিলা রেস্টিকে পাস বাড়িয়ে দেন, বল জালে জড়িয়ে দিতে ভুল করেননি রেস্টি। দ্বিতীয়ার্ধে আরও বেশি করে গোলের জন্য ঝাপায় ইস্টবেঙ্গল। ৬০ মিনিটে বক্সের বাইরে থেকে শট নিয়ে গোলের চেষ্টা করে ফাজিলা, বল ক্রসবারে লাগে। ফিরতি বল পেয়ে সুলঞ্জনা হেডে গোল করেন। তার ঠিক ২ মিনিট পরেই অস্টম ওরাওঁ -এর গোলে ৪-০ করে ইস্টবেঙ্গল। ৭৩ মিনিটে রেস্টির পাস থেকে গোল করেন ফাজিলা। ম্যাচের ৭৯ মিনিটে মাথায় চোট পান ফাজিলা। হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। তবে জানা গিয়েছে, ফাজিলার চোট গুরুতর নয়। প্রাথমিক ভাবে চোট পাওয়ার পর একটু ঝাপসা দেখছিলেন। তাই সিটি স্ক্যান করাতে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আগামীকাল তার রিপোর্ট আসবে। তারপর ঠিক করা হবে তাকে গোকুলাম কেরালার বিরুদ্ধে খেলানো হবে কি না। আপাতত তিনি স্বাভাবিক আছেন।
অন্যদিকে অবশেষে জয়ে ফিরল শ্রীভূমি ফুটবল ক্লাব। শেষ দুই ম্যাচে সেতু ও কিকস্টার্ট এর কাছে হেরেছিল সুজাতা করের প্রশিক্ষণাধীন শ্রীভূমি। মঙ্গলবার গারোয়ালকে ৩-০ গোলে হারিয়ে জয়ে ফিরল সুজাতা করের দল। শ্রীভূমি এফসির হয়ে গোল করেন থৈবিসনা, টি অঞ্জু ও সি অঞ্জু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − 14 =