পিভি বিষ্ণুতে ভরসা রাখল ইস্টবেঙ্গল, দীর্ঘ চুক্তিতে সই

তরুণ ফুটবলারের উপর ভরসা রাখল ইস্টবেঙ্গল। তেমনই ক্লাবের প্রতি ভরসা দেখালেন তরুণ ফুটবলারও। প্রস্তাব ছিল ভারতীয় ফুটবলের আরও এক সফল দল মোহনবাগানের তরফেও। যদিও সেই প্রস্তাবে সাড়া দেননি। ইস্টবেঙ্গলের সঙ্গে ২০২৬ অর্থাৎ আগামী মরসুম অবধি চুক্তি ছিল পিভি বিষ্ণুর। তাঁকে আরও দু-বছরের জন্য় চুক্তিবদ্ধ করল বা বলা যায়, তাঁর চুক্তি নবীকরণ করল ইস্টবেঙ্গল। টিমের তরফে সরকারি ভাবেই একথা জানানো হয়েছে। ২০২৮ সাল অবধি চুক্তি বাড়ানো হয়েছে পিভি বিষ্ণুর।

ইন্ডিয়ান সুপার লিগের গত মরসুমে চারটি গোল করেছিলেন এই তরুণ ফুটবলার। কলকাতা লিগের ম্যাচেও নজর কেড়েছেন। ২০২৩ সালে ইস্টবেঙ্গলে যোগ দেন। ঘরোয়া লিগে ভালো পারফর্ম করে সিনিয়র দলে প্রবেশ। পারফরম্যান্সের পুরস্কার পেলেন আবারও। এই তরুণ ফুটবলার বলছেন, ‘ইস্টবেঙ্গলই আমাকে লালন-পালন করে গড়ে তুলেছে। দক্ষ প্লেয়ার হতে সাহায্য করেছে। ইস্টবেঙ্গলের প্রতি আমি কৃতজ্ঞ। আমি যেটুকু উন্নতি করতে পেরেছি, সবটাই ইস্টবেঙ্গলের সৌজন্যে। আগামীতে আরও ভালো পারফর্ম করতে চাই।’

বিষ্ণুর চুক্তি নবীকরণ নিয়ে ইস্টবেঙ্গলের হেড কোচ অস্কার ব্রুজো বলেন, ‘ও ক্লাবের গুরুত্বপূর্ণ সম্পদ হয়ে উঠেছে। ওকে রাখাটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ ছিল। ওর মধ্যে সীমাহীন প্রতিভা রয়েছে। ডাকাবুকো প্লেয়ার। দুর্দান্ত ড্রিবল করতে পারে। ম্যাচ জেতানোয় দক্ষ।’ নতুন মরসুমে বিষ্ণু কতটা ভালো করেন, সে দিকেও নজর থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 + 20 =