কলকাতা লিগে জর্জ টেলিগ্রাফকে হারিয়ে সুপার সিক্স পাকা করল ইস্টবেঙ্গল। মঙ্গলবার ব্যারাকপুর স্টেডিয়ামে কলকাতা লিগের ম্যাচে জর্জ টেলিগ্রাফকে ৪-০ গোলে জড়িয়ে দিল লাল-হলুদ বিগ্রেড। ডেভিডের পেনাল্টি মিস না হলে ফলাফল হতে পারত ৫-০। গত ম্যাচে রেলওয়ে এফসিকে ৩-০ গোলে হারিয়ে আসা সায়ন-বিষ্ণুদের কাছে এই ম্যাচে জয় পাওয়া খুব একটা কঠিন ছিল না। সেই কাজটাই করলেন বিনো জর্জের ছেলেরা।
প্রথমার্ধে ইস্টবেঙ্গলকে বেঁধে রেখেছিল জর্জের রক্ষণ। ম্যাচের ৬৮ মিনিটে প্রথম গোল করেন পিভি বিষ্ণুর। এরপর ম্যাচের শেষ ৭ মিনিটের ব্যবধানে তিন গোল করে ইস্টবেঙ্গল। ৮৩ মিনিটে গোল করেন সায়ন বন্দ্যোপাধ্যায়। ৮৮ মিনিটে আবারও গোল করে ব্যবধান বাড়ান বিষ্ণু। ম্যাচের সংযুক্ত সময়ে গোল করেন মনোতোষ মাঝি। এই জয়ের সুবাদে লিগ টেবিলের শীর্ষস্থানে উঠে এল ইস্টবেঙ্গল। ১০ ম্যাচে ২০ পয়েন্ট রয়েছে বিনো জর্জের হাতে।
অন্যদিকে গ্রুপ বি-তে এর ক্যালকাটা পুলিশকে ৪-০ গোলের ব্যবধানে হারিয়েছে ভবানীপুর। ডায়মন্ড হারবার এফসিকে ২-০ গোলে হারিয়েছে ইউনাইটেড স্পোর্টস। ফলে গ্রুপ বি-তে সুপার সিক্সের দৌড়ে ইউনাইটেড স্পোর্টস। ১০ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে তারা। ১১ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে ভবানীপুর তৃতীয় স্থানে। পিয়ারলেস এসি শক্তিশালী ইউনাইটেড কলকাতাকে ১-০ গোলে হারিয়েছে। আপাতত ১১ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে ইউনাটেড কলকাতা।

