কলকাতা লিগের একই গ্রুপে ইস্টবেঙ্গল, মোহনবাগান

কলকাতা লিগে এবার একই গ্রুপে ইস্টবেঙ্গল আর মোহনবাগান। ২৫ তারিখ শুরু লিগ। বৃহস্পতিবার লটারির মাধ্যমে লিগের গ্রুপ বিন্যাস হল। ইস্টবেঙ্গল আর মোহনবাগানের গ্রুপেই রয়েছে ভবানীপুর। এছাড়া পিয়ারলেস, জর্জ টেলিগ্রাফ, টালিগঞ্জ অগ্রগামীও আছে দুই প্রধানের গ্রুপে। অন্যদিকে গত তিনবারের লিগ চ্যাম্পিয়ন মহমেডান স্পোর্টিংয়ের গ্রুপে আছে ডায়মন্ডহারবার এফসি, ইউনাইটেড স্পোর্টস ক্লাব, সাদার্ন সমিতি, এরিয়ান।

গত বছর মহমেডান আগেভাগে লিগ চ্যাম্পিয়ন হয়ে যাওয়ায় সুপার সিক্সের ইস্ট-মোহন ডার্বি ঘিরে কোনও উত্তেজনাই তৈরি হয়নি। এমনকি পরবর্তীতে লিগের ডার্বি ঘিরে জটিলতা তৈরি হয়। ইস্টবেঙ্গলকে ওয়াকওভার দেয় মোহনবাগান। সূচি পাল্টানোর দাবি জানিয়ে আইএফএ-কে চিঠি দিয়েছিল সবুজ-মেরুন। আইএফএ নিজের অবস্থানে অনড় থাকায় আর নৈহাটিতে ডার্বি খেলতে যায়নি মোহনবাগান। এবার অবশ্য ছবিটা পাল্টাতে পারে। গ্রুপ পর্বেই দুই প্রধান মুখোমুখি হতে চলেছে। শেষ চার বছর কলকাতা লিগে ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান ম্যাচ হয়নি। এবারের লিগে সেক্ষেত্রে আকর্ষণ বাড়তে পরে। ২০১৯ সালের ১ সেপ্টেম্বর শেষ বার কলকাতা লিগের বড় ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল।

একনজরে দেখে নেওয়া যাক কলকাতা লিগের গ্রুপ বিন্যাস:

গ্রুপ এ: মহমেডান স্পোর্টিং, ডায়মন্ডহারবার এফসি, খিদিরপুর এসসি, বিএসএস স্পোর্টিং, কালীঘাট এমএস, এরিয়ান, আর্মি রেড, সুরুচি সংঘ, সাদার্ন সমিতি, মেসারার্স ক্লাব, ইউনাইটেড স্পোর্টস, উয়াড়ি, পাঠচক্র।

গ্রুপ বি: ইস্টবেঙ্গল, মোহনবাগান, ভবানীপুর, ইস্টার্ন রেল, কালীঘাট স্পোর্টস লাভার্স, জর্জ টেলিগ্রাফ, রেনবো, কাস্টমস, পিয়ারলেস, রেলওয়ে এফসি, কলকাতা পুলিশ, পুলিশ এসি, টালিগঞ্জ অগ্রগামী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 3 =