কলকাতা লিগে ছুটছে ইস্টবেঙ্গল

আইএসএল বা ডুরান্ড কাপে ইস্টবেঙ্গল সিনিয়র দলের অবস্থা যাই হোক না কেন, কলকাতা লিগে লাল-হলুদের রিজার্ভ দল ছুটছে অশ্বমেধের ঘোড়ার মতোই। মঙ্গলবার ঘরোয়া লিগের সুপার সিক্স পর্বে সুরুচি সংঘকে গোলের মালা পরালেন সায়ন, জেসিন, আমনরা।

ঘরোয়া লিগে সেই গ্রুপ পর্ব থেকেই ঝকঝকে ফুটবল খেলছে ইস্টবেঙ্গল। সুপার সিক্স পর্বেও সেই ধারা অব্যাহত। মঙ্গলবার নিজেদের মাঠে সুরুচির বিরুদ্ধে ইস্টবেঙ্গল জিতল ৫-০ গোলে। ম্যাচের একেবারে প্রথম মিনিট থেকে দাপট দেখানো শুরু করেন বিনো জর্জের ছেলেরা। তরুণ ইস্টবেঙ্গল ফুটবলারদের গতি আর স্কিলের সামনে অসহায়ভাবে আত্মসমর্পণ করেন সুরুচির ফুটবলাররা।

ইস্টবেঙ্গলের প্রথম গোলটি এল ম্যাচের ৯ মিনিটেই। দুর্দান্ত দক্ষতায় গোল করলেন আমন। ১৭ মিনিটে ফের গোল পায় লাল-হলুদের রিজার্ভ দল। এবার গোল করেন পিভি বিষ্ণু। মিনিট নয়েক বাদে ফের গোল করেন জেসিন টিকে। ৪১ মিনিটে নিজের দ্বিতীয় এবং দলের চতুর্থ গোলটি করেন আমন। দ্বিতীয়ার্ধে অবশ্য খেলার গতি খানিকটা কমে। সুরুচিও আক্রমণ তৈরির চেষ্টা করে। কিন্তু ৭২ মিনিটে গোলরক্ষকের ভুলে দুর্দান্ত গোল পেয়ে যান মহম্মদ রোশাল। এই জয়ের ফলে কলকাতা লিগে ১৪ ম্যাচে ৪০ পয়েন্টে দাঁড়াল ইস্টবেঙ্গল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 + 3 =