ডার্বির আগে চেনা ছন্দে ইস্টবেঙ্গল, পিছিয়ে পড়েও দুরন্ত জয়

বড় ম্যাচের আগে একেবারে চেনা ছন্দে ইস্টবেঙ্গল। রবিবার নিজেদের মাঠে জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে খেলতে নামে লাল-হলুদ ব্রিগেড। ০-১ পিছিয়ে পড়েও ৩-১ গোলে দুরন্ত জয় ছিনিয়ে নিল ইস্টবেঙ্গল। ম্যাচ শুরুর আগে প্রবল বৃষ্টি হওয়ায় মাঠ বেশ ভিজে থাকে। ফুটবলারদের শুরুতে খেলতেও একটু অসুবিধা হয়। এরই মধ্যে ৩৪ মিনিটে ০-১ গোলে পিছিয়ে পড়ে ইস্টবেঙ্গল। অমিত এক্কা গোল করে এগিয়ে দেন জর্জকে। ০-১ পিছিয়ে থেকেই প্রথমার্ধে মাঠ ছাড়ে ইস্টবেঙ্গল।

দ্বিতীয়ার্ধে একেবারে চেনা ছন্দে পাওয়া গেল লাল-হলুদকে। আক্রমণে ধার বাড়াতে দলে পরিবর্তন আনেন বিনো জর্জ। ৪৭ মিনিটেই জেসিন টিকের গোলে সমতায় ফেরে ইস্টবেঙ্গল (১-১)। আক্রমণভাগে শেষ মুহূর্ত পর্যন্ত বল ফলো করেন জেসিন। আর সেখান থেকেই মেলে গোলের ফসল। সায়ন বন্দ্যোপাধ্যায় ৪৬ মিনিটে পরিবর্ত হিসেবে মাঠে নামায় আরও ধারাল হয় ইস্টবেঙ্গলের আক্রমণ।

৬০ মিনিটে সায়নের গোলে ২-১ এগিয়ে যায় ইস্টবেঙ্গল। ম্যাচ শেষ হওয়ার অন্তিম মুহূর্তে আরও একটি গোল করেন সায়ন। নাসিব রহমানের ঠিকানা লেখা পাস থেকে গোল করে যান সায়ন (৩-১)।

ইস্টবেঙ্গলের রিজার্ভ দলের ম্যাচ দেখতে মাঠে আসেন সিনিয়র টিমের কোচ কার্লেস কুয়াদ্রাত ও তাঁর সহকারী দিমাস ডেলগাদো। গতবছর কলকাতা লিগ থেকেই সায়ন, বিষ্ণুদের সিনিয়র দলে নিয়ে যান কুয়াদ্রাত। এদিন লাল-হলুদ জার্সিতে কামব্যাক করলেন সার্থক গোলুইও। ১৩ তারিখ কলকাতা লিগের ডার্বি। ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে আত্মবিশ্বাসের চূড়ায় ইস্টবেঙ্গল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten − seven =