শ্রীনিধিকে চার গোল, অভিষেকেই বড় জয় পেল ইস্টবেঙ্গল

আইএফএ শিল্ডের প্রথম ম্যাচেই বড় জয় পেল ইস্টবেঙ্গল। বুধবার কল্যাণী স্টেডিয়ামে শিল্ডের প্রথম ম্যাচে প্রতিপক্ষ শ্রীনিধি ডেকানকে হারিয়ে দিল ইস্টবেঙ্গল। হায়দরাবাদের তরুণ দল ইস্টবেঙ্গল সিনিয়র দলের কাছে খাতায় কলমে অনেকটাই পিছিয়ে ছিল। ফলাফলও সেই কথাই বলছে। ৪-০ গোলের ব্যবধানে শ্রীনিধি ডেকানকে হারাল ইস্টবেঙ্গল।

ম্যাচের শুরু থেকেই অস্কার ব্রুঁজোর ছেলেরা বুঝিয়ে দিলেন এতদিনের অনুশীলন বৃথা নয়। শুরু থেকেই শ্রীনিধির বক্সে আক্রমণ চালিয়ে যায় ইস্টবেঙ্গল। ম্যাচের ২১ মিনিটের মাথায় ফ্রিকিক পায় ইস্টবেঙ্গল। মিগুয়েলের শট শ্রীনিধির গোলকিপার আদিল ফৈজাল বাঁচালেও ফিরতি বল পেয়ে জয় গুপ্তা গোল করেন। লাল-হলুদ জার্সিতে নিজের প্রথম ম্যাচেই দুর্দান্ত পারফর্ম্যান্স জয় গুপ্তার। ৩৮ মিনিটে ইস্টবেঙ্গলের হয়ে ব্যবধান বাড়িয়ে দেন সাউল ক্রেস্পো। দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক মেজাজে ফুটবল শুরু করে বিপিনরা। ৪৮ মিনিটে বিপিন সিংয়ের ক্রস থেকে হেড দিয়ে গোল করেন হামিদ আহদাদ। ৫২ মিনিটে হেডে ইস্টবেঙ্গলের হয়ে চতুর্থ গোলটি করেন জিকসন সিং। ইস্টবেঙ্গলের পরবর্তী ম্যাচ ১৪ অক্টোবর, প্রতিপক্ষ নামধারী এফসি। সুপার কাপের আগে প্রস্তুতি হিসেবে আইএফএ শিল্ডকে দেখছে অস্কারের দল। সেই প্রস্তুতি ভালোভাবেই শুরু হল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − eleven =