দুর্গাপুজোর উৎসবে সামিল ইমামি ইস্টবেঙ্গল পরিবার। দক্ষিণ কলকাতার কসবার রাজডাঙা নব উদয় সংঘ ক্লাবের পুজো প্যান্ডেলের অভিনব উদ্যোগে সামিল ইস্টবেঙ্গল দলের ফুটবলাররা। ইমামি কোম্পানির আটা দিয়ে তৈরি মা দুর্গার মূর্তি শোভা পাচ্ছে পুজো প্যান্ডলের বাইরে। দেবী মূর্তির আরাধনায় ইস্টবেঙ্গলের সৌভিক চক্রবর্তী, মহম্মদ রশিদ ও আনোয়ার আলীরা।
আটা দিয়ে তৈরি মূর্তির প্রাণপ্রতিষ্ঠা করলেন ইস্টবেঙ্গল মহিলা দলের ফুটবলার ফাজিলা ইকাপুত, রেস্টি নানজিরি, মৌরিন টি. ওকপালা, আবেনা এ. ওপোকু, শ্রাবণী মুর্মু এবং বিরসি ওরাওঁ। দুর্গোৎসবের সময়ে কলকাতার রূপ দেখে মুগ্ধ ইস্টবেঙ্গল মহিলা দলের উগান্ডান স্ট্রাইকার ফাজিলা ইকাপুত। তাঁর কথায়, “এই উৎসবে সামিল হতে পারা সত্যিই অন্যরকম অভিজ্ঞতা। এটা আমার প্রথম দুর্গাপুজো। আমি ভীষণ গর্বিত এত সাংস্কৃতিক ঐতিহ্য সম্পন্ন ক্লাব এবং শহরের হয়ে খেলতে পেরে।” অন্যদিকে সিনিয়র দলের বাঙালি মিডফিল্ডার সৌভিক চক্রবর্তী জানালেন, “অনুশীলনে ছুটি থাকবে না, তবে ছুটি পেলে অবশ্যই সপরিবার অষ্টমীর অঞ্জলি দেওয়ার চেষ্টা করব। অষ্টমীর অঞ্জলি মিস করব না।”
এছাড়াও এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইমামি ইস্টবেঙ্গল এফসির ডিরেক্টর সন্দীপ আগরওয়াল, সৌরভ দাশগুপ্ত, এবং ইমামি অ্যাগ্রোটেকের এভিপি – মার্কেটিং কৌশিক রায়চৌধুরী।

