ঘরের মাঠে ইউনাইটেডকে হারাল ইস্টবেঙ্গল, বড় জয় ডায়মন্ডের

ঘরের মাঠে কলকাতা লিগের চ্যাম্পিয়নশিপ রাউন্ডের প্রথম ম্যাচে নেমেছিল ইস্টবেঙ্গল। সুপার সিক্স পর্বের অন্যতম শক্তিশালী দল ইউনাইটেড কলকাতাকে ৩-০ গোলে হারাল ইস্টবেঙ্গল। এক কথায় দাপুটে জয় লাল-হলুদ ব্রিগেডের।

প্রথমার্ধে খানিক লড়াইয়ে থাকলেও ইস্টবেঙ্গল আক্রমণের কাছে পরাস্ত ইয়ান ল -এর দল। ২৯ মিনিটে ইউনাইটেড কলকাতাকে এগিয়ে নিয়ে যাওয়া সুযোগ পেয়েছিলেন সমীর বায়েন। সাদার্ন সমিতি থেকে সদ্যই ইউনাইটেড কলকাতায় যোগ দিয়েছেন তিনি। সমীরের শট বাঁচিয়ে দেন লাল-হলুদ গোলকিপার গৌরব শ। ৩৬ মিনিটে সুযোগ হাতছাড়া করেন ইস্টবেঙ্গলের পিভি বিষ্ণু। ডেভিডের সাজিয়ে দেওয়া বল থেকে গোল করতে ব্যর্থ বিষ্ণু। ৩৯ মিনিটে আমন সিকে বল জায়গায় রাখতে পারলেন না। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে আমন সিকের ভাসানো বল থেকে গোল করেন নসিব রহমান।

দ্বিতীয়ার্ধে ইস্টবেঙ্গল ম্যাচে ফিরে আসে। ৪৮ মিনিটে ফ্রিকিক থেকে বিশ্বমানের গোল করে ব্যবধান বাড়ান পিভি বিষ্ণু। ৬৮ মিনিটে গুইতের গোলে ৩-০ গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। ম্যাচ শেষে নিজের বাবাকে গোল উৎসর্গ করলেন গুইতে। এদিন ম্যাচে গোড়ালিতে চোটের কারণে খেলেননি লাল-হলুদ সিনিয়র দলের ফুটবলার সৌভিক চক্রবর্তী। কার্ড সমস্যায় খেলেননি দেবজিৎ মজুমদার ও সায়ন বন্দ্যোপাধ্যায়।

অন্যদিকে সুপার সিক্সের আর এক ম্যাচে সুরুচি সংঘের বিরুদ্ধে ৪-০ গোলের ব্যবধানে জয় পেল ডায়মন্ড হারবার এফসি। জোড়া গোল করেন আকিব নবাব। একটি করে গোল করেন শৈবোরলাং খার্পন ও অমরনাথ বাস্কে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 4 =