আইডব্লুএলে টানা দ্বিতীয় জয় ইস্টবেঙ্গলের। সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপ জিতে এসে আত্মবিশ্বাসে ভরপুর কোচ অ্যান্থনি অ্যান্ড্রুজের দল। প্রথম ম্যাচে সেতু এফসি’র বিরুদ্ধে জয়ের পর এবার কল্যাণীতে গারওয়াল ইউনাইটেড এফসি’কে হারাল ইস্টবেঙ্গল। ২-১ গোলের ব্যবধানে জিতল মশাল গার্লসরা।
শনিবার কল্যাণী স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণাত্মক খেলছিল ইস্টবেঙ্গল। যদিও সাফ খেলে এসে গোটা দল কিছুটা হলেও ক্লান্ত। এত ঘন ঘন ম্যাচ খেলায় হতাশ কোচ অ্যান্থনি অ্যান্ড্রুজও। তবে সেই ক্লান্তিকে ছাপিয়েই একের পর এক ম্যাচ জিতে চলেছেন ফাজিলারা। সৌম্যা গুগুলোথের ক্রস থেকে গোল করেন সুলঞ্জনা রাউল। এরপর একাধিক গোলের সুযোগ আসলেও তা কাজে লাগাতে পারেনি ইস্টবেঙ্গল। প্রথমার্ধে ইস্টবেঙ্গল ১-০ গোলে এগিয়েই সাজঘরে যায়। দ্বিতীয়ার্ধেও একই ছন্দে শুরু করে ইস্টবেঙ্গল। ৬২ মিনিটে কর্নার থেকে বল পেয়ে হেড করেন সৌম্যা। সেখান থেকে ফাজিলা বল জালে জড়িয়ে দেন। এর ১০ গারওয়ালের একটি নিরীহ শট বুঝেই উঠতে পারেননি ইস্টবেঙ্গলের গোলকিপার পান্থই। সেখান থেকে গোল হজম করে ইস্টবেঙ্গল। তবে তারপর আর বিপদ বাড়েনি। শেষ পর্যন্ত ২-১ গোলে জিতল মশাল গার্লস। ৭২ মিনিটে গারওয়ালের মনীষা সিনহার গোলে কিছুটা আশা দেখছিল দিল্লির দল। তবে শেষ হাসি হাসে ইস্টবেঙ্গলের মেয়েরাই।

