চেন্নাইয়িন এফসিকে হারিয়ে সুপার কাপে ইস্টবেঙ্গলের বড় কামব্যাক। গত ম্যাচে ড্রয়ের পর এই ম্যাচ ছিল ইস্টবেঙ্গলের কাছে মরণ-বাঁচন। চেন্নাইয়িন এফসি ৪-০ গোলে হারিয়ে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখল অস্কার ব্রুঁজোর ইস্টবেঙ্গল। বিপিন সিংয়ের জোড়া গোল, কেভিন সিবিয়ে ও হিরোশি ইবুসুকির গোলে জয় পেল ইস্টবেঙ্গল। এরপরের ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানের বিরুদ্ধে ডার্বিতে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল।
চেন্নাইয়িন ম্যাচে হামিদ আহদাদ, মিগুয়েল ফিগুয়েরা-সহ প্রথম একাদশে চার বিদেশিকে খেলিয়েছেন অস্কার। প্রথম ৩০ মিনিট আঁটোসাটো ডিফেন্স বজায় রেখেছিল চেন্নাইয়ের ডিফেন্ডাররা। ম্যাচের ২ মিনিটে ফারুক চৌধুরীর শট বাঁচিয়ে দেন ইস্টবেঙ্গলের গোলকিপার প্রভসুখন সিং গিল। বিদেশিহীন চেন্নাইয়িনের বিরুদ্ধে যদিও আসল পরীক্ষা হল না ইস্টবেঙ্গলের। ৩৪ মিনিটে মহেশের ফ্রি-কিক থেকে কেভিন সিবিয়ের হেডে গোল করে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। ৩৯ মিনিটে ডানদিক থেকে মহেশ পাস বাড়িয়ে দেন। বল পেয়ে জালে জড়িয়ে দেন বিপিন সিং। প্রথমার্ধ শেষ হওয়ার মূহুর্তে আবারও ব্যবধান বাড়িয়ে নেয় লাল-হলুদ শিবির। মাঝমাঠ থেকে বল পেয়ে বাঁ প্রান্তে বাড়িয়ে দেন মহেশ। হামিদ বল পায়ে লাগাতে পারেননি। তবে বল পেয়ে বিপিন ইস্টবেঙ্গলকে ৩-০ এগিয়ে দিলেন। দ্বিতীয়ার্ধের শেষদিকে পেনাল্টি থেকে ৪-০ করেন হিরোশি ইবুসুকি। লাল-হলুদ জার্সিতে এদিন প্রথম গোল করলেন কেভিন ও হিরোশি। ডার্বিতে নামার আগে বড় জয় ইস্টবেঙ্গলকে আত্মবিশ্বাস জোগাবে।

