ভবানীপুরকে হারিয়ে লিগ শীর্ষে ইস্টবেঙ্গল

গ্রুপ শীর্ষে পৌঁছনোর হাতছানি ছিল দুটো দলের সামনেই। শেষমেশ ইস্টবেঙ্গল ১-০ গোলে হারাল ভবানীপুরকে। এই ম্যাচ জেতার ফলে গ্রুপ বি-তে ইস্টবেঙ্গল শীর্ষে পৌঁছে গেল। ৮ ম্যাচে লাল-হলুদের সংগ্রহ ২২ পয়েন্ট। ম্যাচ হেরে যাওয়ায় ভবানীপুরের ঝুলিতে ৮ ম্যাচে ১৯ পয়েন্ট। খেলার সাত মিনিটে ইস্টবেঙ্গল পেনাল্টি থেকে গোল করে এগিয়ে গিয়েছিল। বাকি সময়টা সেই গোল ধরে রেখেছিল লাল-হলুদ ব্রিগেড। ভবানীপুর চেষ্টা করলেও সমতা ফেরাতে পারেনি ম্যাচে। পরবর্তীকালে সুপার সিক্স যখন শুরু হবে, তখন এর সুবিধা পাবে লাল-হলুদ ব্রিগেড।

এবারের কলকাতা লিগে অন্য দুই প্রধান যেখানে হোঁচট খাচ্ছে, ইস্টবেঙ্গল সেখানে উজ্জ্বল।  লাল-হলুদে কেরলের ফুটবলারের সংখ্যাধিক্য। জেসিন, আমন, আজাদ, বিষ্ণুরা নিজেদের দক্ষতার পরিচয় দিচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 1 =