কলকাতা লিগের গ্রুপ এ -এর শীর্ষে রয়েছে পুলিশ এসি দল। ইস্টবেঙ্গল-মোহনবাগান দুই প্রধানকেই হারিয়েছে তাদের দল। ইস্ট মোহনের বিরুদ্ধে পুলিশের জয়ের নায়ক মহম্মদ আমিল নঈম। সেই আমিলের কাছেই অফার এসেছে ইস্টবেঙ্গল মোহনবাগানের রিজার্ভ দলের।
আসানসোলের ২১ বছর বয়সী আমিল গত বছর খেলেছেন কালীঘাট এমএস -এর হয়ে। তেমন সুযোগ পাননি। এই বছর পুলিশ এসির কোচিং স্টাফরা আমিলের মতো প্রতিভাকে খুঁজে নিয়ে আসেন। সুযোগ দেন পুলিশ এসির দলে। পুলিশ দলের সঙ্গে সেপ্টেম্বর পর্যন্ত চুক্তি রয়েছে আমিলের। দুই দলের অফার পেয়ে একেবারেই বিচলিত নন আমিল, আপাতত তিনি এই বছরের খেলায় ফোকাস করতে চান। পুলিশ এসির কর্তারা অবশ্য বলছেন, আমিল বড় দলে সুযোগ পেলে তাকে একেবারেই আটকে রাখবে না।

