মঙ্গলবারের ভূমিকম্পের পর ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই আবার কম্পন অনুভূত হল দিল্লিতে। বুধবার বিকেল ৪টে ৪২ মিনিটে নয়াদিল্লির ১৭ কিলেমিটার উত্তর পশ্চিমে ছিল ভূমিকম্পের কেন্দ্র। আবার কেঁপে উঠল রাজধানী। তবে এবারে মাত্রা কিছুটা কম। ন্যাশনাল সেন্টার অফ সিসমোলজি জানিয়েছে, মূলত পশ্চিম দিল্লিতেই এই ভূমিকম্প বোঝা গিয়েছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ২.৭।
Earthquake of Magnitude:2.7, Occurred on 22-03-2023, 16:42:35 IST, Lat: 28.66 & Long: 77.03, Depth: 5 Km ,Location: 17km WNW of New Delhi, India for more information Download the BhooKamp App https://t.co/fcjrL6M4Lb@Indiametdept @ndmaindia @Dr_Mishra1966 @DDNational @Ravi_MoES pic.twitter.com/20aQlnIS8f
— National Center for Seismology (@NCS_Earthquake) March 22, 2023
এর আগে মঙ্গলবার রাত সওয়া ১০টা নাগাদ রাজধানী শহর এবং তার আশপাশের এলাকায় ভূকম্পন অনুভূত হয়েছিল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছিলেন, প্রায় ৪৫ সেকেন্ড ধরে তিন দফায় কম্পন অনুভূত হয় দিল্লিতে। যে কম্পনের উৎসস্থল ছিল পাকিস্তান এবং আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকা।