গত সোমবারের ভূমিকম্পের রেশ কাটতে না কাটতেই ফের কম্পন তুরস্কে (Turkey)। রবিবার রাতে ফের কেঁপে ওঠে বিপর্যস্ত তুরস্কের কাহরামানমারা এলাকা। ৪.৭ রিখটার স্কেলে কম্পনের পরে এক লাফে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৩৫ হাজার। এক সপ্তাহ আগের ভূমিকম্পের (Earthquake) পরে আটকে পড়া মানুষকে এখনও উদ্ধার করা যায়নি। তারপরেই ফের কম্পনে ক্ষয়ক্ষতির আশঙ্কা আরও বেড়েছে।
গত সোমবার সকালে তীব্র ভূমিকম্পে কেঁপে ওঠে তুরস্ক এবং সিরিয়া। তার পরও ১০০ বারের বেশি জোরালো ‘আফটার শক’-এ কেঁপেছে দু’দেশের মাটি। তবে প্রতিকূল পরিস্থিতির মধ্যেই জোরকদমে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন নানা দেশের বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। ইতিমধ্যেই বহু মানুষকে উদ্ধার করা হয়েছে।
রাষ্ট্রসংঘের তথ্য অনুযায়ী, এখন তুরস্ক এবং সিরিয়ার ৮ লক্ষ ৭০ হাজার মানুষ খাদ্যাভাবে পড়েছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) জানাচ্ছে, এই ভূমিকম্পের ফলে অন্তত ২.৬ কোটি মানুষ প্রভাবিত হয়েছেন।