পুজোর আগেই কলকাতায় নামতে চলেছে পরিবেশ বান্ধব ই-ক্যাব

কলকাতা: ইলেকট্রিক বাসের পর এবার কলকাতার বুকে নামতে চলেছে ই-অ্যাপ ক্যাব। ক্রম বর্ধমান জ্বালানির মোকাবিলায় একইসঙ্গে পরিবেশ দূষণে লাগাম টানতেই পুজোর মুখে নয়া পরিষেবা আসতে চলেছে তিলোত্তমায়। পরিবহণ দপ্তর সূত্রে খবর, দিন পনেরোর মধ্যেই চালু হয়ে যাবে নয়া এই পরিষেবা। বেসরকারি সংস্থার হাত ধরে প্রায় এক হাজার গাড়ি নামবে শহরের রাস্তায়। ওলা-উবেরের মতো অ‌্যাপেই হবে বুকিং। অ‌ন‌্যান‌্য ক‌্যাবের ক্ষেত্রে পরিবহণ দপ্তরের যে গাইডলাইন সেই অনুযায়ীই ভাড়া হবে এই গাড়িতে। এসি ট‌্যাক্সির বেস ফেয়ারের ওপর সর্বোচ্চ ৫০ শতাংশ ভাড়া নিতে পারবে এই গাড়ি। নির্দেশিকা অনুযায়ী, সর্বাধিক বেস ফেয়ার হবে ৫৬ টাকা। প্রতি কিলোমিটারে রাজ্য সরকারের বেঁধে দেওয়া ভাড়া রয়েছে এসি ট্যাক্সির ক্ষেত্রে ১৮ টাকা ৫০ পয়সা। নির্দেশিকা অনুযায়ী অ্যাপ ক্যাবে সর্বাধিক ৫০% ভাড়া নেওয়া যাবে। ফলে প্রতি কিলোমিটারে সর্বাধিক নেওয়া যাবে ২৮ টাকা ভাড়া।

ইতিমধ্যেই গাড়ি নামানোর ছাড়পত্র পেয়ে গিয়েছে ওই সংস্থা। বেশ কয়েক জায়গায় চার্জিং স্টেশনও তৈরি করছে তারা। আশা, ই-ক্যাবের সারচার্জের নামে অতিরিক্ত ভাড়ার অঙ্কটা কিছুটা নিয়ন্ত্রণেই থাকবে। কারণ, এতে জ্বালানির অতিরিক্ত খরচ নেই।

জানা গিয়েছে, পরিবেশ রক্ষায় ধাপে ধাপে নামানো হবে ই-অটোও।

করোনা আবহে লকডাউনের পর থেকেই ব্যক্তিগত গাড়ি বিশেষত দু-চাকার যান কেনার হিড়িক বেড়েছে। কিন্তু পেট্রোল, ডিজেলের লাগামছাড়া মূল্যবৃদ্ধি সমস্যায় ফেলেছে সাধারণ মানুষকে। তার জেরেই ইদানীং ই বাইক, ই স্কুটার কেনার কেনার প্রবণতাও বাড়ছে। অন্য দিকে, পরিবেশ বান্ধব ই-গাড়ি নামানোর ক্ষেত্রে উৎসাহ দিতে একগুচ্ছে ছাড়ও দিচ্ছে রাজ‌্য সরকার।  রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেন, ‘এক বেসরকারি সংস্থা ই-ক‌্যাব নামানোর কথা বলেছে। অ‌্যাপের মাধ‌্যমে সেই গাড়ি বুক করা যাবে। প্রথমে ১০০০ গাড়ি নামাবে বলেছে। যত বেশি ই-গাড়ি রাস্তায় নামবে, তত দূষণের মাত্রা কমবে।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − 14 =