চোটের কারণে টি২০ বিশ্বকাপ অভিযান শেষ চামিরার

টি২০ বিশ্বকাপের মূলপর্ব শুরু হওয়ার আগে রীতিমতো অস্বস্তিতে শ্রীলঙ্কা শিবির। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে নামিবিয়ার কাছে হেরে গিয়ে হেরেছিল শ্রীলঙ্কা। এরপর নিজেদের দ্বিতীয় ম্যাচে আমিরশাহিকে হারিয়ে জয়ে ফিরেছেন দাসুন শানাকারা। তবে শ্রীলঙ্কার কাছে এই মুহূর্তে বড় সমস্যা হল পেসার দুষ্মন্ত চামিরার চোট। লঙ্কান শিবিরে একের পর এক তারকা চোটে কাবু হয়ে পড়ছেন। চামিরা এমনিতেই চোট প্রবণ। যে কারণে এশিয়া কাপে তাঁর খেলা হয়নি। এরপর টি২০ বিশ্বকাপের গ্রুপ পর্বের আগে ফিটনেস টেস্টে পাস করেন চামিরা। তার পরই তাঁকে শ্রীলঙ্কার স্কোয়াডে রাখা হয়।

এ বারের বিশ্বকাপে আর খেলা হচ্ছে না চামিরার। নামিবিয়া ও আমিরশাহির বিরুদ্ধে খেলেই এ বারের মতো বিশ্বকাপ যাত্রা শেষ হতে চলেছে চামিরার। আমিরশাহির বিরুদ্ধে ১৭ তম ওভারে চোটের জন্য মাঠ ছাড়েন পেসার দুষ্মন্ত চামিরা। জানা গিয়েছে তিনি, কাফ মাসলে ভালো রকম চোট পেয়েছেন। মাঠে ফিরতে অন্তত মাস খানেক সময় লাগবে তাঁর।

শুধু টি-টোয়েন্টি বিশ্বকাপই নয়, চামিরাকে আরও অনেক দিন মাঠের বাইরে থাকতে হতে পারে বলে মনে করা হচ্ছে। অর্জুনা ডি সিলভা ক্রিকইনফোকে এ নিয়ে বলেছেন, ‘সে অবশ্যই টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছে। তবে এই সময়টা সে গোড়ালিতে অস্ত্রোপচার করিয়ে কাজে লাগাতে পারে, যেটা তার দরকার হবে।’

আমিরাতের বিরুদ্ধে নিজের শেষ ওভারে শেষ বলটি করার আগে চোটে পড়েন চামিরা। ফিজিওর সহায়তা নিয়ে হতাশায় মাথা নাড়তে নাড়তে মাঠ ছাড়েন পায়ের চোটে এশিয়া কাপেও খেলতে না পারা ৩০ বছর বয়সী এই পেসার। শ্রীলঙ্কা দলে চোট আছে আরও। ব্যাটসম্যান দানুস্কা গুনাতিলকা ও পেসার প্রমোদ মাদুশানও হ্যামস্ট্রিংয়ে চোটে পড়েছেন। নেদারল্যান্ডসের বিপক্ষে মাদুশানকে পাবেন না শানাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 4 =